ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রনজীত দাস চৌহান নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী মারা গেছেন। রনজীত বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার আদর্শ সদর উপজেলায়।
রোববার (১৫ নভেম্বর) রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, জন্ডিসের লাস্ট স্টেজে ছিলেন রনজীত দাস। সেই সঙ্গে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার পরে তার রক্তের প্লাটিলেট কমে গিয়েছিল। চৌহানের মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।
জাবির শহীদ রফিক-জব্বার হলের আবাসিক শিক্ষার্থী রনজীত দাস চৌহান একই সঙ্গে জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
টাইমস/এসএন