বিলুপ্ত কাঁঠালবাড়ি ঘাট: নতুন নৌ রুট বাংলাবাজার-শিমুলিয়া

মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাট আর থাকছে না। পদ্মা সেতুর নদী শাসনের কাজের কারণে কাঁঠালবাড়ি থেকে ৫০০ মিটার উজানের বাংলাবাজারে ফেরি ঘাট স্থানান্তরিত করা হচ্ছে।

ফলে এখন থেকে বাংলাবাজার-শিমুলিয়া নামে পরিচিত হবে এই নৌপথটি। সোমবার সকালে নতুন ঘাট দিয়ে ফেরি চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, এরই মধ্যে বাংলাবাজারে দুটি ফেরি ঘাট সরিয়ে আনা হয়েছে । কয়েক দিনের মধ্যে বাকি দুটি ঘাটসহ লঞ্চ ও স্পিডবোট ঘাটও সরিয়ে আনা হবে।

বিআইডব্লিউটিএর সহকারী প্রকৌশলী হারিস আহম্মেদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, নতুন এ ঘাটে আগের মতোই চারটি ফেরিঘাট এবং নিরাপদ দূরত্বে লঞ্চ ও স্পচঘাট থাকছে। ঘাট যথা সময়ে স্থানান্তর করে চালু রাখার ব্যাপারে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ঘাটটি সরিয়ে নেয়ার ফলে যাত্রীদের ভোগান্তি কমে আসবে।

এদিকে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী শারফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পদ্মা সেতুর নদী শাসনের কারণে ঘাটটি স্থানান্তর করতে হচ্ছে। নতুন ঘাটে আগের মত সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: