আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: আবরারের বাবা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের আবরার ফাহাদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তার বাবা বরকত উল্লাহ মঙ্গলবার সকালে দাবি করেছেন।

এটা পরিকল্পিত হত্যাকাণ্ড- এমন দাবি করে বরকত উল্লাহ বলেন, ‘যে ছেলেটা বিকাল ৫টায় ঢাকায় পৌঁছাল, তাকে ৮টার দিকে নির্যাতন করার জন্য ডেকে নিয়ে গেল। ছয় ঘণ্টা ধরে নির্যাতন চালাল, এটা অবশ্যই পরিকল্পিত।’

এই ঘটনায় কোনো এক রাজনৈতিক নেতার ইন্ধন আছে দাবি করে আবরারের এক চাচা বলেন, ‘দু-একজন নয়, সেখানে ১৫ জনেরও বেশি ছেলে হত্যায় অংশ নিয়েছে। পরিকল্পিত ছাড়া এতজন কাউকে মারতে পারে না। হাইকমান্ডের নির্দেশে এই হত্যাকাণ্ড হয়েছে।’

সকাল পৌনে ৮টার দিকে আবরারের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি কুষ্টিয়ার রায়ডাঙ্গা গ্রামে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সেখানে হাজারও মানুষ জড়ো হন। প্রতিবেশী-স্বজনদের সঙ্গে পুলিশ সদস্যদেরও কাঁদতে দেখা যায়।

এর আগে ভোর সাড়ে ৫টার দিকে আবরারের মরদেহ কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে সকাল সাড়ে ৬টায় তার দ্বিতীয় জানাজা হয়। বেলা ১০টার পর আবরারের তৃতীয় জানাজা হবে। এরপর দুপুরে গ্রামের গোরস্থানে দাফন করা হবে।

যেভাবে মারা হয় আবরারকে

শেরেবাংলা হলের নিচতলায় ১০১১ নম্বর কক্ষে থাকতেন আবরার ফাহাদ। শনিবার বিকাল ৫টা ৩২ মিনিটে আবরার ফাহাদ ফেসবুকে যখন সর্বশেষ স্ট্যাটাস দেন, তখন তিনি ছিলেন কুষ্টিয়ায় বাড়িতে। পরদিন রোববার বিকালে তিনি বাড়ি থেকে বুয়েটের হলে ফেরেন।

হলের শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হলে ফেরার কয়েক ঘণ্টার মাথায় রাত আটটার দিকে আবরারসহ দ্বিতীয় বর্ষের সাত-আটজন ছাত্রকে শেরেবাংলা হলের দোতলার ২০১১ নম্বর কক্ষে ডেকে পাঠান তৃতীয় বর্ষে অধ্যয়নরত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাত-আটজন নেতা। তারা আবরার ফাহাদের মুঠোফোন নিয়ে ফেসবুক ও মেসেঞ্জার ঘেঁটে দেখেন। এরপর ক্রিকেট স্টাম্প দিয়ে আবরারকে পেটাতে শুরু করেন। কিছুক্ষণ পর চতুর্থ বর্ষে অধ্যয়নরত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আরও কয়েকজন নেতা-কর্মী আসেন। তারা আরেক দফা পেটান আবরারকে।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, পেটানোর একপর্যায়ে আবরার নিস্তেজ হয়ে পড়েন। তখন ছাত্রলীগের নেতারা আবরারের হলের সহপাঠীদের ডেকে আনেন এবং তাদের দিয়ে নিথর দেহটি দোতলা ও নিচতলার মাঝামাঝি সিঁড়িতে নিয়ে রাখেন।

এরপর ছাত্রলীগের নেতারা বাইরে যান রাতের খাবার খেতে। পরে যখন নিশ্চিত হলো আবরার বেঁচে নেই, তখন সিঁড়ি থেকে লাশ নিয়ে রাখা হয় হলের ক্যানটিনে। সোমবার ভোরে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজের মর্গে।

ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, তার মরদেহে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।

আবরার হত্যাকাণ্ডের ঘটনায় ১৯ জনকে আসামি করে সোমবার সন্ধ্যার পর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন নিহত আবরারের বাবা বরকত উল্লাহ্। এ ঘটনায় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।

এছাড়া বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সহ-সভাপতিসহ কমিটির ১১ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডের ঘটনার প্রাথমিক তদন্তের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেনি : ঋতুপর্ণা Dec 30, 2025
img
ইউক্রেনকে ৫০ বছরের নিরাপত্তা দেওয়ার দাবি জেলেনস্কির Dec 30, 2025
img
১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলায় শাটল বাস সার্ভিস শুরু Dec 30, 2025
img
খালেদা জিয়ার আপোষহীন ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রেসিডেন্ট Dec 30, 2025
img
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা হচ্ছে শুক্রবারই Dec 30, 2025
img
বেগম খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী Dec 30, 2025
img
খালেদা জিয়ার মৃত্যুতে মোনাজাতে দুই হাত তুলে কাঁদলেন নারী নেত্রীরা Dec 30, 2025
img
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে নিয়ে ২ উপদেষ্টার বিশেষ বৈঠক সম্পন্ন Dec 30, 2025
img
‘ডুমসডে’ টিজারে প্রথমবার এক্স-মেন Dec 30, 2025
img
খালেদা জিয়ার মৃত্যুতে অর্থনীতি সমিতি ও ডিসিসিআইয়ের শোক Dec 30, 2025
নতুন গাতারকাদের কণ্ঠে শোক: খালেদা জিয়ার প্রয়াণে হৃদয়স্পর্শী বার্তানে নতুন আবহ কোনাল-নিলয়ের Dec 30, 2025
আফ্রিকা কাপ অব নেশনসে মরক্কোর দাপুটে জয়, এল কাবিরের জোড়া গোল Dec 30, 2025
নির্বাচনে অংশ নিচ্ছেন না আসিফ মাহমুদ Dec 30, 2025
img
জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা Dec 30, 2025
img
বিলিয়নিয়ারের তালিকায় সংগীতশিল্পী বিয়ন্সে Dec 30, 2025
img
খালেদা জিয়া আপসহীন সংগ্রামের প্রতীক: উপদেষ্টা ফাওজুল কবির Dec 30, 2025
img
খালেদা জিয়ার মৃত্যুতে এফইআরবির শোক প্রকাশ Dec 30, 2025
img
আর্চারকে নিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা ইংল্যান্ডের Dec 30, 2025
img
খালেদা জিয়ার মৃত্যুতে ডিএমটিসিএলের শোক Dec 30, 2025
img
অদম্য সাহসের প্রতীক ছিলেন খালেদা জিয়া : বাউবি উপাচার্য Dec 30, 2025