বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, নির্বাচন, দেশ ও গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র দেশ, নির্বাচন কিংবা গণতন্ত্র নিয়ে নয়। এটি তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র। এসব ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপির নেতাকর্মীদের সচেতন থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলনে এসব কথা বলেন তিনি। রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাহবুবের রহমান শামীম আরও বলেন, বিএনপি বিগত ১৬ থেকে ১৭ বছর আন্দোলন করেছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্বাচনের জন্য। কিন্তু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলেও এখনো গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি। গণতন্ত্র পুনরুদ্ধারে একমাত্র দল, বিএনপি কাজ করছে। আগামী দিনে নির্বাচন ও গণতন্ত্রের জন্য বিএনপিকে লড়াই করতে হবে। সংগ্রাম করতে হবে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।
রায়পুর পৌরসভা বিএনপির সভাপতি এবিএম জিলানীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠুর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী। প্রধান বক্তা হিসেবে ছিলেন বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন নিজান, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা এডভোকেট হারুনুর রশিদ বেপারি প্রমূখ।
ইউটি/টিএ