ডাকসু নির্বাচনে প্রতিটি শিক্ষার্থী ভোট দিতে আসবেন বলে আশা প্রকাশ করেছেন ভিপি প্রার্থী ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ভূতত্ত্ব বিভাগে স্থাপিত ভোটকেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘ডাকসুর জন্য আমি নিজেও অনশন করেছি, সংগ্রাম করেছি। বহু লড়াই-সংগ্রামের পর অবশেষে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।’
তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী ভোটকেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন।
ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইনের প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে ভোটকেন্দ্র আরও বাড়াতে পারত। শিক্ষার্থীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যদি বৃষ্টি হয়, তাহলে তাদের দুর্ভোগ আরও বাড়বে। এ বিষয়ে প্রশাসনের আগেই ভাবা উচিত ছিল।
এদিন সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ভোটগ্রহণ শুরু হয়। ভোটকেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ করা গেছে। অনেক শিক্ষার্থী ভিড় এড়াতে সকাল সকাল কেন্দ্রে আসেন।
এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ ভোটের বিপরীতে ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।
ডাকসুতে ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে।
এবারের ডাকসু ভোটে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত ১০টি প্যানেল অংশ নিয়েছে। এর বাইরে স্বতন্ত্র হিসেবে লড়ছেন প্রার্থীদের আরেকটি অংশ।
ইএ/টিকে