১৭ বছরে ১৪তম সরকারের পতন দেখল নেপাল

শিক্ষার্থী জনতার ভয়াবহ বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। তার পদত্যাগের মধ্যে দিয়ে দেশটিতে গত ১৭ বছরে ১৪ তমবার সরকারের পতন ঘটল।

বস্তুত, ২০০৮ সাল থেকে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে নেপালে। ওই বছর থেকে এ পর্যন্ত ১৭ বছরে যে ১৪টি সরকার ক্ষমতায় এসেছে কোনোটিই ৫ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেনি।

১৯৫১ সালের আগ পর্যন্ত নেপালে সম্পূর্ণ রাজতন্ত্র প্রচলিত ছিল। নেপারের তৎকালীন রাজাদের বলা হতো রানা। তার সহায়ক হিসেবে অবশ্য প্রধানমন্ত্রীও থাকতেন, তবে কে প্রধানমন্ত্রী হবে, তা উত্তরাধিকারের ভিত্তিতে নির্ধারণ করা হতো।

তারপর ১৯৫১ সালে এক গণতন্ত্রপন্থি আন্দোলনে পতন ঘটে রানাদের। ক্ষমতায় আসেন রাজা মহেন্দ্র বীর বিক্রম শাহ দেব এবং নেপাল পার্লামেন্টারি রাজনীতিতে প্রবেশ করে।

কিন্তু ১৯৬১ সালে নেপালে রাজনৈতিক দলগুলোকে নিষেধাজ্ঞা দেন রাজা মহেন্দ্র। তার এ পদক্ষেপের উদ্দেশ্য ছিল ক্ষমতাকে এককভাবে রাজতন্ত্রের হাতে কুক্ষিগত করা। তবে পার্লামেন্ট ব্যবস্থা চালু ছিল এবং নির্বাচনের ভিত্তিতেই সেখানে এমপিরা আসন পেতেন। তবে তারা নিজেদের কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে পরিচয় দিতে পারতেন না।

প্রায় ৩ দশক এই অবস্থা চলার পর ১৯৯০ সালে জনগণ বিক্ষোভ শুরু করে এবং তা শান্ত করতে তৎকালীন রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব রাজনৈতিক দলগুলোর পর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন। সেই বিক্ষোভের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রে প্রবেশ করে নেপাল।

১৯৯৬ সালে নেপালের মাওবাদী কমিউনিস্ট পার্টি রাজতন্ত্র ও রাজতন্ত্রের সবচেয়ে বড় সমর্থক রাজকীয় পার্লামেন্ট ব্যবস্থা বিলোপের দাবিতে আন্দোলন-সংগ্রাম শুরু করে এবং দশকব্যাপী সেই আন্দোলন-সংগ্রামে নিহত হয়েছেন ১৭ হাজারেরও বেশি মানুষ।

গত মার্চ মাসে নেপালে রাজতন্ত্র ফেরানোর দাবিতে বিক্ষোভ শুরু হয়েছিল কাঠমান্ডুতে। পরিস্থিতি সামলাতে সেনা মোতায়েন করতে হয়। সেই বিক্ষোভের ছ’মাস কাটতে না-কাটতেই পতন ঘটল কে পি শর্মা অলির নেতৃত্বাধীন সরকারের।

২০০৬ সালে চূড়ান্ত বিজয় অর্জন করেন নেপালের মাওবাদীরা। রাজতন্ত্র বিলোপ হয়, নেপাল একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি পায়। ২০১৫ সালে নতুন সংবিধান গ্রহণ করে দেশটি।

কিন্তু রাজতন্ত্রের বিলোপ হওয়ার পর থেকে নতুন সংকটের আবর্তে প্রবেশ করে নেপাল। কারণ ২০০৮ সাল থেকে যতগুলো সরকার ক্ষমতায় এসেছে, সেগুলোর কোনোটিই সর্বোচ্চ আড়াই বছরের বেশি টিকতে পারেনি। প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারের পতন হয়েছে মাত্র এক বছরের মাথায়।

সূত্র : এনডিটিভি

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শুভশ্রী বা রুক্মিণী নন, জীবনে প্রথম দিয়া মির্জাকে মন দিয়েছিলেন দেব! Sep 10, 2025
img
'ভারত বিরোধিতার কারণে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছি' Sep 10, 2025
img
এশিয়া কাপে হেসে খেলেই আমিরাতকে হারাল ভারত Sep 10, 2025
img
কুলদীপের দাপটে বোলিংয়ে ৫৭ রানেই অলআউট আমিরাত Sep 10, 2025
img
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস যোগাতে পারে নৈতিক শিক্ষা: উপদেষ্টা আদিলুর রহমান Sep 10, 2025
আগামী ডাকসু নির্বাচনে ফিরে আসার ইঙ্গিত দিলেন আবিদ Sep 10, 2025
img
ডাকসু নির্বাচন বিএনপিকে সতর্ক সংকেত দিয়েছে: সেলিমা রহমান Sep 10, 2025
ডাকসু ও হল সংসদ নির্বাচনে শিবির সমর্থিতদের জয়জয়কার Sep 10, 2025
‘ছাত্রলীগের সবাই শিবিরকে ভোট দিয়েছে’ Sep 10, 2025
img
এশিয়া কাপে কর্মীদের জন্য ৭০০ টিকিট কিনে চমক দিলেন দুবাইয়ের ব্যবসায়ী Sep 10, 2025
ক্যারিয়ার ও জীবনে ইমোশনের প্রভাব নিয়ে শ্রাবন্তী Sep 10, 2025
কেন যেন মডেল হিসেবেই বারবার আখ্যায়িত হচ্ছি Sep 10, 2025
প্রথমবারের মতো বড়পর্দার গানে কাজী শুভ! Sep 10, 2025
বন্ধুদের আপত্তি, সাফা কবিরের বিয়ে নিয়ে দ্বিধা! Sep 10, 2025
‘বাংলাদেশ নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে’–জয়া আহসান!| Sep 10, 2025
হিদায়াত আসলে কী? Sep 10, 2025
img
গোপনে থাকা শীর্ষ নেতাদের হাতেই নেপালের নিয়ন্ত্রণ Sep 10, 2025
img
কৌশানীর হাতে হাত রেখে হাজির নুসরাতের প্রাক্তন স্বামী নিখিল! Sep 10, 2025
img
মানুষ এখন আওয়ামী লীগকেই সবচেয়ে বড় রাজাকার মনে করে: উপদেষ্টা ফারুকী Sep 10, 2025
img
সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব চান ইসি কর্মকর্তারা Sep 10, 2025