দোহায় হামাসের আলোচকদের ওপর ইসরাইলের ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছে মস্কো এবং বেইজিং।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কাতারের রাজধানীতে হামলা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন।
এই হামলা, একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ওপর হস্তক্ষেপ এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থিতিশীল করার দিকে পরিচালিত একটি পদক্ষেপ বলেও মন্তব্য করেছে মস্কো।
এক সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘বেইজিং কাতারের আঞ্চলিক সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার ওপর ইসরাইলের লঙ্ঘনের দৃঢ় বিরোধিতা করে।’
চীন গভীরভাবে উদ্বিগ্ন, কারণ এই হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।
এই হামলা গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির জন্য আলোচনাকে ক্ষতিগ্রস্ত করেছে বলেও মনে করে বেইজিং।
ইএ/টিকে