কক্সবাজারে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আগুন ধরিয়ে দেয়া হয়েছে স্টেডিয়ামের গ্যালারিতে। এতে ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে টিকিটের মূল্য ৫০ টাকা। কিন্তু সেখানে ১০০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে। এছাড়া স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ১০ থেকে ১৫ হাজার। সেখানে ৪০ থেকে ৫০ হাজার দর্শক ঢোকানো হয়েছে। এ কারণে বিশঙ্খলার সৃষ্টি হয়েছে।
এদিকে, টিকিট না পেয়ে দর্শকরা স্টেডিয়ামের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। পরে তাদের বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্টেডিয়ামে ঢুকে বিনাটিকিটের দর্শকদের বের করে দিতে চাইলেই বাধে সংঘর্ষ। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। পুলিশকে ঘিরে ফেলা হয় চারদিক থেকে।
স্টেডিয়ামের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। কেউ কেউ বলছে, স্টেডিয়ামের গ্যালারিতে আগুন ধরিয়ে দেয়া হতে পারে।
থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে। স্টেডিয়ামের মধ্যে আটকা পড়েছে খেলোয়াড়রা। সংঘর্ষ শুরু হতেই খেলা বন্ধ হয়ে গেছে।
কেএন/টিকে