উসমান খাজার খেলুড়ে জীবন যেভাবে কাটছে, তাতে অনেকেই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখছেন। গত দুই বছরে তিন অঙ্কের ইনিংস বলতে একটি দ্বিশতক করেছেন, সবশেষ ৪৩ ইনিংসের হিসাবেও তা-ই। এই সময়ে টেস্ট গড় নেমে এসেছে ত্রিশের কোটায়।
খাজা ভারতের বিপক্ষে বর্ডার গাভাস্কার সিরিজে রান পাননি ১০ ইনিংসে ২০.৪৪ গড়ে করেছিলেন মাত্র ১৮৪ রান। সম্প্রতি ব্যর্থ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফরেও। ৩৮ বছর বয়সি ক্রিকেটারকে নিয়ে তাই প্রায়ই অবসরের প্রসঙ্গটা উঠে আসে।
অ্যাশেজে নভেম্বরে ইংল্যান্ডকে আতিথ্য দেবে অস্ট্রেলিয়া, দেড় মাসব্যাপি সিরিজ শেষ হবে জানুয়ারিতে। পণ্ডিতরা মনে করছেন, ওই সিরিজ দিয়েই জাতীয় দলকে বিদায় বলবেন খাজা। ২০১১ সালে অভিষেক হওয়া খাজা যদিও এখনও অবসর নিয়ে টুঁ শব্দটি করেননি।
অবসর নেওয়ার আগেই চাকরির বন্দোবস্ত করে ফেললেন খাজা। ধারাভাষ্যকার হিসেবে ফক্স ক্রিকেটে যোগ দিচ্ছেন তিনি। তবে চাকরি শুরু করবেন অবসর নেওয়ার পর। ফক্সে তিনি পাবেন অ্যাডাম গিলক্রিস্ট, মার্ক ওয়াহ, ডেভিড ওয়ার্নার ও ব্রেট লির মতো কিংবদন্তিদের। খবর ডেইলি মেইলের।
খাজা অস্ট্রেলিয়ার হয়ে ৮৪টি টেস্ট খেলে ১৬ সেঞ্চুরি ও ৪৩.৫৫ গড়ে করেছেন ৬ হাজার ৫৩ রান। জাতীয় দলের হয়ে ৪০ ওয়ানডে ও ৯টি টি-২০ও খেলেছেন তিনি। ওয়ানডেতে ১৫৫৪ ও টি-টোয়েন্টিতে ২৪১ রান করেছেন।
ইএ/টিকে