এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান দ্বৈরথকে সামনে রেখে অলরাউন্ডার ফাহিম আশরাফের বিকল্প নিয়ে নিজেদের মতামত দিয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী ও কামরান আকমল। তাদের মতে, ভারত ম্যাচে ফাহিমের পরিবর্তে অন্য কাউকে সুযোগ দেওয়া উচিত।
আগামীকাল রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত এই ম্যাচ। ওমানের বিপক্ষে পাকিস্তানের দাপুটে জয়ের পর এক ইউটিউব আলোচনায় বাসিত আলী ফাহিমের জায়গায় পেসার সালমান মির্জাকে দলে নেওয়ার পক্ষে মত দেন।
অন্যদিকে কামরান আকমল তার বদলে হাসান আলিকে খেলানোর প্রস্তাব রাখেন। ইউটিউব আলোচনায় বাসিত আলী বলেন, ‘আমার মতে ফাহিমের বদলে পেসার সালমান মির্জাকে দলে নেওয়া উচিত। সে নতুন বলে কার্যকর হতে পারে।’
অন্যদিকে কামরান আকমল হাসান আলির নাম প্রস্তাব করে বলেন, ‘যদি ফাহিম আশরাফ ওই নম্বরে ব্যাট করে, তাহলে হাসান আলিও সেটা সামলাতে পারে। তার শট খেলার সামর্থ্য আছে। তাছাড়া তাকে নতুন বলও দেওয়া যায়।’
এর আগে ওমানের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে মোহাম্মদ হারিসের (৪৩ বলে ৬৬) ঝোড়ো হাফ-সেঞ্চুরিতে তারা তোলে ১৬০ রান। ফখর জামান (১৬ বলে অপরাজিত ২৩) ও নেওয়াজ (১০ বলে ১৯) শেষদিকে মিলে পাকিস্তানের স্কোর দা৭ড় করান ১৬০।
পরে ওমানকে ৬৭ রানে গুটিয়ে দিয়ে ম্যাচ জেতে পাকিস্তান। সাইম আইয়ুব, সুফিয়ান মুকিম ও ফাহিম আশরাফ নেন দুটি করে উইকেট।
এসএস/টিএ