ছেলে ভিপি নির্বাচিত হওয়ায় গর্বিত সাদিক কায়েমের বাবা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে জয়লাভ করেছেন খাগড়াছড়ির সন্তান মো. আবু সাদিক কায়েম। এই খবরে খাগড়াছড়ি জেলায় বইছে আনন্দের বন্যা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি সদরের নয়নপুর এলাকায় সাদিক কায়েমের গ্রামের বাড়িতে গিয়ে কথা হয় তার পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে।

সাদিকের বাবা মোহাম্মদ আবুল কাশেম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে আমার ছেলে ভিপি নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ছেলে যেন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে, সে জন্য সবার দোয়া কামনা করছি।

পরিবারের তথ্যমতে, সাদিক পাঁচ ভাইবোনের মধ্যে অন্যতম। তাদের মধ্যে একজন বোন বিবাহিত। এক ভাই ও এক বোন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং অন্য এক বোন খাগড়াছড়ি সরকারি কলেজে স্নাতক (সম্মান) শ্রেণিতে পড়াশোনা করছেন।

প্রতিবেশী মো. ইলিয়াস বলেন, সাদিক কায়েমের এ অর্জন শুধু তার ব্যক্তিগত নয়, বরং সমগ্র পার্বত্য অঞ্চলের জন্য গর্বের বিষয়। যারা সৎ, সাহসী এবং স্থানীয় মূল্যবোধে বিশ্বাসী এই বিজয় তাদেরও।

প্রতিবেশী মায়ারানী দে বলেন, শৈশব থেকেই সাদিককে দেখছি। সে যেমন মেধাবী, তেমনি ভদ্র ও বিনয়ী। তার এই সাফল্য পুরো খাগড়াছড়িবাসীর মুখ উজ্জ্বল করেছে।

সাদিক কায়েমের শিক্ষাজীবন শুরু হয় খাগড়াছড়ির বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে। ২০১৪ সালে দাখিল পরীক্ষায় তিনি গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন। এরপর চট্টগ্রামের বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে ২০১৬ সালে আলিম পরীক্ষায়ও জিপিএ-৫ পান। দাখিল ও আলিম উভয় স্তরেই তিনি বোর্ড মেধাবৃত্তি লাভ করেন।

এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২০১৬-১৭ সেশনে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

তার প্রাক্তন শিক্ষক নুরুল ইসলাম বিএসসি বলেন, সাদিক ছাত্র হিসেবে অত্যন্ত মেধাবী ও ভদ্র ছিল। একাডেমিক পড়াশোনার পাশাপাশি সে নানা বিষয়ে জানার প্রতি আগ্রহী ছিল।

সাদিক কায়েম ২০১১ সালে ইসলামী ছাত্রশিবিরের সমর্থক হিসেবে রাজনীতিতে যুক্ত হন। ২০১৩ সালে তিনি সাথী পদে উন্নীত হন এবং ২০২৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি নির্বাচিত হন। বর্তমানে তিনি সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা শাখার সেক্রেটারি মিনহাজুর রহমান বলেন, ২০১১ সালে আমি ছাত্রশিবিরের জেলা সভাপতি থাকার সময় সাদিক আমাদের সঙ্গে যুক্ত হন। পরবর্তী সময়ে তিনি কর্মী এবং পরে সাথী হন। খাগড়াছড়ির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

২০১৪ সালে চট্টগ্রামে চলে যাওয়ার পরও তিনি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তিনি পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ-এর সাবেক সভাপতি ছিলেন। এছাড়া তিনি হিল সোসাইটি ও অন্যান্য যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বর্তমান সরকারবিরোধী আন্দোলনেও তার সক্রিয় ভূমিকা ছিল বলে জানা গেছে।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
গুরবাজের দুর্দান্ত ব্যাটিং, জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল আফগানিস্তান Nov 02, 2025
ভিন্নধর্মী গল্প নিয়ে আসছে ‘দম’ Nov 02, 2025
img
ট্রাম্প জানেন না, কাল কী করবেন : ভারতের সেনাপ্রধান Nov 02, 2025
একাত্তরের হত্যাযজ্ঞের অভিযোগ অস্বীকার করলো জামায়াত Nov 02, 2025
img
নিজ দেশেই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে উসকালেন শান্তিতে নোবেলজয়ী মাচাদো Nov 02, 2025
img
ঠিক সময়ে নির্বাচন আয়োজন নিয়ে সন্দেহ তারেক রহমানের Nov 02, 2025
img
জলাবদ্ধতা নিরসনে এক বছরে অগ্রগতি ৫০ শতাংশ : চসিক মেয়র Nov 02, 2025
img
সুশাসন চাইলে যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে: মাসুদ সাঈদী Nov 02, 2025
img
শাহরুখের সাম্রাজ্য সামলানোর জন্য কত কোটি পারিশ্রমিক পান পূজা? Nov 02, 2025
img

নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫

ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত Nov 02, 2025
img
প্রেমিকার জন্মদিনে আবেগী ও রোমান্টিক বার্তা হৃতিক রোশনের Nov 02, 2025
img
মেয়ের জন্মদিনে কাঞ্চন মল্লিকের আবেগঘন বার্তা Nov 02, 2025
img
জকিগঞ্জ সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ, স্থানীয়দের ধাওয়া Nov 02, 2025
img
৫২ বছর বয়সেও কোটি ভক্তের হৃদয়ে ঐশ্বরিয়া Nov 02, 2025
img
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই অমর একুশে বইমেলা Nov 02, 2025
img
মান্নতে আসছেন না শাহরুখ, হতাশ হাজারো ভক্ত Nov 02, 2025
img
ডা. শফিকুর রহমানকে মোবারকবাদ ও শুভেচ্ছা চরমোনাই পীরের Nov 02, 2025
img
খাবারের খোঁজে দুই দিন ধরে রাস্তায় ঘুরছিলেন শাহরুখ! Nov 02, 2025
img
অন্য দেশের ‘সরকার বদলের’ মার্কিন নীতি শেষ : তুলসী গ্যাবার্ড Nov 02, 2025
img
এল ক্লাসিকোয় এমবাপ্পের পেনাল্টি মিস দেখে প্রাণ গেল রিয়াল সমর্থকের Nov 02, 2025