চলতি শিক্ষাবর্ষের (২০২৫–২৬) একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শেষ হয়েছে গতকাল রোববার। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে একাদশ শ্রেণির নিয়মিত ক্লাস।
ভর্তি কার্যক্রমের সর্বশেষ দিন গতকাল নির্বাচিত শিক্ষার্থীরা নিজ নিজ কলেজে গিয়ে ভর্তি ফি পরিশোধের মাধ্যমে চূড়ান্তভাবে ভর্তি নিশ্চিত করেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পরবর্তী ৪৫ কর্মদিবসের মধ্যে ভর্তি ও ক্লাস শুরুর পুরো প্রক্রিয়া সম্পন্ন করার কথা ছিল। সেই লক্ষ্য অনুযায়ী এবারও নির্ধারিত সময়সীমার মধ্যেই ভর্তি কার্যক্রম শেষ হয়েছে।
তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, তৃতীয় ধাপ ও সর্বশেষ মাইগ্রেশনের পরও ৫ হাজার ২৪০ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তি হতে পারেননি। এর মধ্যে ২৯৫ জন শিক্ষার্থীর জিপিএ–৫ রয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক জানান, চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা ঘরে বসেই আবেদন করতে পেরেছে, ফলাফল জানতে পেরেছে।
এর আগে, গত ৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের ভর্তি ও সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয়। এরপর গতকাল ছিল ভর্তি কার্যক্রমের চূড়ান্ত দিন। এ বছরও সম্পূর্ণ অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দেওয়া হয়। শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে বেছে আবেদন করতে পেরেছিলেন। ভর্তি ফি অঞ্চল ও কলেজভেদে এক হাজার থেকে আট হাজার পাঁচ শ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
ভর্তির নীতিমালা অনুযায়ী, মোট আসনের ৯৩ শতাংশ উন্মুক্ত রাখা হয়েছে। মুক্তিযোদ্ধা কোটাসহ বাকি সাত শতাংশ আসন সংরক্ষিত ছিল। সমান জিপিএ পাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে নম্বরের ভিত্তিতে মেধাক্রম ঠিক করা হয়েছে। আর নিজ কলেজ থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীরা অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
ইএ/টিকে