বলিউডে রোমান্টিক-কমেডির অন্যতম জনপ্রিয় মুখ বরুণ ধাওয়ান আবারও হাজির হচ্ছেন তার নতুন ছবি সানি সংস্কারি কি তুলসি কুমারী নিয়ে। শশাঙ্ক খাইতান পরিচালিত এ ছবিটি মুক্তি পাবে আগামী বিজয়া দশমী উপলক্ষে, ২০২৫ সালের ২ অক্টোবর। ইতিমধ্যেই ছবিকে ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে, বিশেষ করে বরুণের নতুন রূপ ‘সানি’ চরিত্রে।
বরুণের রোম-কম যাত্রা শুরু হয়েছিল এক দশক আগে। ম্যায় তেরা হিরো ছবির সীনু চরিত্রে তার দুষ্টুমিভরা অভিনয় আর চমৎকার কমিক টাইমিং মুহূর্তেই জয় করে নেয় দর্শকের মন। এরপর হাম্পটি শর্মা কি দুলহনিয়া তাকে পরিণত করে বলিউডের রোমান্টিক-কমেডির পোস্টার বয়-এ। বদ্রীনাথ কি দুলহনিয়ায় বদ্রি চরিত্রে বরুণ দেখিয়েছেন দায়িত্বশীলতার সঙ্গে প্রেমের ভারসাম্য। আর জুগ জুগ জিও ছবিতে কুক্কুর চরিত্রে তিনি হাস্যরসের ভেতর দিয়ে সম্পর্কের জটিলতাকে ফুটিয়ে তুলেছিলেন।
প্রতিটি চরিত্রই আলাদা হলেও দর্শকদের কাছে সমানভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। ফলে রোম-কম ঘরানায় বরুণ ধাওয়ান এখন একটি ভরসার নাম। নতুন ছবি সানি সংস্কারি কি তুলসি কুমারী তাই শুধু আরেকটি সিনেমা নয়, বরং তার দীর্ঘ যাত্রার নতুন অধ্যায়। এখন দেখার বিষয়, সানি চরিত্রের মাধ্যমে তিনি কীভাবে বহন করেন হাম্পটি, বদ্রি ও কুক্কুর উত্তরাধিকার আর সেই সঙ্গে আরও দৃঢ় করেন নিজের অবস্থানকে বলিউডের সবচেয়ে প্রিয় রোম-কম নায়ক হিসেবে।
এমকে/এসএন