সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রিয়াদে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, আলোচনায় আঞ্চলিক ভবিষ্যৎ, সহযোগিতার সম্ভাবনা এবং অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির বিষয় গুরুত্ব পায়।
পরে লারিজানি সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করেন। সেখানে দুই পক্ষ সৌদি-ইরান সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে আলোচনা করে।
এর আগে, গত এপ্রিল মাসে প্রিন্স খালিদ তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন এবং রাজা সালমানের একটি চিঠি পৌঁছে দেন। ২০০৬ সালের পর সেবারই প্রথম খামেনির সঙ্গে কোনো সৌদি কর্মকর্তার আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল।
লারিজানির সফরটি এমন সময়ে হলো যখন একদিন আগেই দোহায় জরুরি আরব-ইসলামিক সম্মেলনের ফাঁকে সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। কাতারে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের মার্চে চীনের মধ্যস্থতায় সাত বছর পর সৌদি আরব ও ইরান কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে। ২০১৬ সালে তেহরান ও মাশহাদে সৌদি কূটনৈতিক মিশনে হামলার পর রিয়াদ তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল।
সূত্র: আল আরাবিয়া ইংলিশ
এমকে/এসএন