রংপুরে আত্মগোপনে থাকা আ. লীগ নেতা গ্রেপ্তার

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা মামলার অন্যতম আসামি আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম প্রামাণিককে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে নগরীর শিমুলবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার রবিউল ইসলাম প্রামাণিক মিঠাপুকুর উপজেলার ১৪ নং দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি শঠিবাড়ি এলাকার সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম প্রামাণিকের ছেলে।

স্থানীয়রা জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ মডার্ন মোড়ে জড়ো হয়েছিলেন। তখন কয়েকজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও তাদের সহযোগীরা অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলের ওপর হামলা চালায়। গুলি ছোড়ার ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয় এবং আন্দোলনকারীরা বিচার দাবি করে সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে। রবিউল ইসলাম প্রামাণিকের গ্রেপ্তারের খবর পেয়ে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন অনেকে। 

দুর্গাপুর ইউনিয়নের এক প্রবীণ ব্যক্তি বলেন, ‘এমন ঘটনায় যারা সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে, তারা যে-ই হোক না কেন তাদের আইনের আওতায় আনতে হবে। অন্যদিকে রবিউলের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তিনি নির্দোষ এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে ফাঁসানো হয়েছে। এ বিষয়ে তার ছোট ভাই বলেন, ‘রবিউল ইসলাম জনপ্রিয় স্থানীয় নেতা ছিলেন। তার প্রতিপক্ষরা তাকে ষড়যন্ত্রের মাধ্যমে ফাঁসিয়েছে।’

তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা গ্রেপ্তারকে স্বাগত জানিয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত এক শিক্ষার্থী বলেন, ‘ছাত্র-জনতার ওপর যারা অস্ত্র চালিয়েছে, তাদের প্রত্যেককে দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। এ ঘটনার বিচার না হলে ভবিষ্যতে আর কেউ নিরাপদ থাকবে না।’

পুলিশ জানিয়েছে, রবিউল ইসলাম প্রামাণিক ছাড়াও মামলায় আরো কয়েকজন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও কর্মীর নাম রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, ২০২৪ সালের ১৮ জুলাই রংপুর মহানগরীর মডার্ন মোড় এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা ও গুলি ছোড়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় তাজহাট থানায় মামলা দায়ের হলে রবিউলসহ একাধিক আসামির নাম উঠে আসে। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। অবশেষে মঙ্গলবার রাতে স্থানীয় ছাত্র-জনতা তাকে শিমুলবাগ থেকে আটক করে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাকে তাজহাট থানায় হস্তান্তর করা হয়।

ওসি শাহজাহান আলী বলেন, ‘আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় রবিউল ইসলাম প্রামাণিককে আদালতে হাজির করলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’


ইউটি/টিএ




Share this news on:

সর্বশেষ

img
আদর্শ মানুষ গড়তে নৈতিক শিক্ষার বিকল্প নেই : মেয়র শাহাদাত Sep 17, 2025
img
তিন মাসের জন্য নিষিদ্ধ হলেন নেদারল্যান্ডসের ফাস্ট বোলার Sep 17, 2025
img
আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই : মির্জা ফখরুল Sep 17, 2025
img
ভারতে পালানোর সময় সাবেক এমপির পিএস গ্রেপ্তার Sep 17, 2025
img
হাসিনাসহ সব আসামির বিরুদ্ধে ন্যায়বিচার চান নাহিদ ইসলাম Sep 17, 2025
img
পুলিশের চরিত্র নয়! ভিন্ন কিছু পেতেই ছোটপর্দায় ডিসিপি অলোক সান্যাল Sep 17, 2025
img
জোর করে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী মোহিনী Sep 17, 2025
img
আ. লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, এ ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ : ফুয়াদ Sep 17, 2025
img
গাজা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন তারেক রহমান Sep 17, 2025
img
ফেব্রুয়ারির প্রথম দিকেই জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা Sep 17, 2025
img
কর্মজীবন থেকে ফ্যাশন: সমালোচনার চাপে মালাইকা Sep 17, 2025
img
দাবি না মানলে অসহযোগ আন্দোলনের ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের Sep 17, 2025
img
মেসির জার্সি উপহার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি Sep 17, 2025
img
ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার Sep 17, 2025
img
রাকসু নির্বাচনের আগে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি ঘোষণা Sep 17, 2025
img
পূজায় এলো ভালোবাসার গান Sep 17, 2025
img
মুখে হাসি থাকলেও বুকে শুরু হয় ভাঙচুর ঝড় : সাদিয়া জাহান প্রভা Sep 17, 2025
img
দেশ অস্থিতিশীলকারীদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ : আমীর খসরু Sep 17, 2025
img
দুর্গাপূজা নিরাপদে উদযাপিত হবে : আইজিপি Sep 17, 2025
img
টি-টোয়েন্টির এক নম্বর বোলার এখন বরুণ চক্রবর্তী Sep 17, 2025