চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে দারুণ শুরু করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। দুই দলই নিজ নিজ ম্যাচে দাপুটের সঙ্গে জয় পেয়েছে।
ম্যানচেস্টার সিটি ২-০ নাপোলি
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলিকে আতিথ্য দিয়েছিল ম্যানচেস্টার সিটি। স্বাগতিকদের একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়া নাপোলি ম্যাচের ২১তম মিনিটে অধিনায়ক জিওভান্নি ডি লরেঞ্জোকে হারিয়ে ১০ জনে পরিণত হয়। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এই ইতালিয়ান ডিফেন্ডার।
ডিফেন্সের শক্তি বাড়াতে ম্যাচের ২৬তম মিনিটে ডি ব্রুইনাকে উঠিয়ে অলিভেরাকে নামায় নাপোলির কোচ। তবে ১০ জনের নাপোলিকে একেবারে চেপে ধরে সিটি। প্রথম হাফে কোনো গোল না হলে, দ্বিতীয় হাফে দুইটি গোল আদায় করে নেয় সিটিজেনরা।
ম্যাচের ৫৬ মিনিটে সিটিজেনদের হয়ে স্কোরশিটে নাম লেখান হলান্ড। গোল করেই চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম ৫০ গোলের রেকর্ড গড়েন নরওয়ের এই স্ট্রাইকার। মাত্র ৪৯ ম্যাচে গোলের ফিফটি ছুঁলেন। ২০০৭ সালে ৬২ ম্যাচে গোলের ফিফটি ছুঁয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার রুড ফন নিস্টলরয়।
আর ৬৫তম মিনিটে ডকু দ্বিতীয় গোলটি করেন। পুরো ম্যাচে ৭৪ শতাংশ বল দখলের পাশাপাশি ২৩টি শট নিয়েছে সিটি। অপরদিকে পুরো ম্যাচে মাত্র একটি শট নিয়েছে নাপোলি।
নিউক্যাসল ১-২ বার্সেলোনা
এদিকে রাতের আরেক ম্যাচে দাপুটে জয় পেয়েছে বার্সেলোনা। ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে জয় পেয়েছে ফ্লিকের দল। বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন চলতি মৌসুম শুরুতে ক্লাবটিতে হয়ে ধারে খেলতে আসা ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড।
ঘরের মাঠে খেলা হলেও আক্রমণ ও বল দখলে যোজন যোজন এগিয়ে ছিল বার্সেলোনা। পুরো ম্যাচে ১৯টি শট নেয় কাতালান ক্লাবটি, অপরদিকে ১০টি শট নেয় নিউক্যাসল। ম্যাচের সবকটি গোলই হয়েছে দ্বিতীয় হাফে। ৫৮ ও ৬৭ মিনিটে গোল করেন রাশফোর্ড। আর ৯০তম মিনিটে এক গোল শোধ দেয় নিউক্যাসলের অ্যান্টনি গর্ডন।
বাকি ম্যাচগুলোর ফল
ক্লাব ব্রুগ ৪-১ মোনাকো
কোপেনহেভেন ২-২ লেভারকুসেন
আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ৫-১ গালাতাসারাই
স্পোর্টিং ৪-১ কাইরাত আলমাটি
এসএস/এসএন