বলিউডে ঝড় তুলেছে নতুন সিরিজ দ্য ব্যান্ডস অফ বলিউড। সাহসী গল্প আর জমকালো নির্মাণের পাশাপাশি এবার আলোচনায় এসেছে তারকাখচিত অতিথি উপস্থিতি। দর্শকদের জন্য সবচেয়ে বড় চমক ছিল রণবীর কাপুর ও আমির খানের হঠাৎ আগমন। খুব অল্প সময়ের জন্য দেখা গেলেও তাদের উপস্থিতি পর্দায় তৈরি করেছে আলাদা উত্তেজনা।
তাদের সঙ্গে একে একে হাজির হয়েছেন করণ জোহর, রণবীর সিং, সিদ্ধান্ত চতুর্বেদী, দিশা পাটানি, ওরি, শানায়া কাপুর, ইব্রাহিম আলি খান, রাজকুমার রাও, সারা আলি খান, এস এস রাজামৌলি ও বাদশাহ। সবশেষে যখন হাজির হলেন শাহরুখ খান, দর্শকদের জন্য তা হয়ে উঠল একেবারে অপ্রত্যাশিত চমক। যেন এক সিরিজেই মিলেছে পুরো বলিউডের ঝলক।
তবে কিছুটা হতাশার খবরও রয়েছে। শোনা যাচ্ছিল সুহানা খান, গৌরি খান ও আবরাম খানকেও দেখা যাবে বিশেষ ক্যামিওতে। শেষ পর্যন্ত চূড়ান্ত সংস্করণে তাদের অংশ বাদ পড়ে। একইভাবে তামান্না ভাটিয়ার জমকালো নাচের দৃশ্যও কেটে বাদ দেওয়া হয়েছে, যা নিয়ে ভক্তদের হতাশা প্রবল।
অন্যদিকে ববি দেওল ও লক্ষ্যর নেতৃত্বে এগিয়েছে মূল গল্প। তাদের সঙ্গে অভিনয় করেছেন সাহের বম্বা, আন্যা সিং, রাঘব জুয়াল, মোনা সিং, বিজয়ন্ত কোহলি, মনীশ চৌধুরী, রজত বেদি ও গৌতামী কাপুর। আর তারকাদের অতিথি উপস্থিতি যোগ করেছে বাড়তি গ্ল্যামার, যেন এটি শুধু সিরিজ নয়, পুরো বলিউডের উৎসব।
এমকে/এসএন