ফুটবল ইতিহাসের সেরা কোচদের তালিকায় নিঃসন্দেহে থাকবেন লুইস এনরিকে। পিএসজি ও বার্সেলোনার হয়ে ট্রেবলজয়ী এই কোচ সব সময় চেষ্টা করেন কোচিংয়ে নতুনত্ব আনার। এবার দলের খেলা আরো ভালোভাবে বিশ্লেষণ করতে ‘বার্ডস-আই ভিউ’ নামের এক অদ্ভুত কৌশল বেছে নিয়েছেন পিএসজির এই স্প্যানিশ কোচ।
এবার আর ডাগআউট নয়, ‘বার্ডস-আই ভিউ’-তে খেলা দেখছেন গ্যালারিতে বসে।
পিএসজি কোচ জানান, এতে দলের খেলা আরো ভালোভাবে বিশ্লেষণ করতে পারছেন তিনি।
ঘরের মাঠে লেন্সের বিপক্ষে ম্যাচের পর চ্যাম্পিয়নস লিগে আতালান্তার বিপক্ষে ম্যাচেও সে অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন তিনি। প্রথমার্ধে দেখা গেছে, গ্যালারিতে বসে খেলা দেখছেন এনরিকে।
‘বার্ডস-আই ভিউ’ নিয়ে সম্প্রচারক কানাল প্লাসকে এনরিকে বলেন, ‘আগের ম্যাচে যা করেছিলাম এই ম্যাচেও তাই করেছি।
ওপর থেকে খেলা দেখলে অনেক তথ্য পাওয়া যায়। যা বিরতির সময় নির্দেশনায় কাজে লাগানো যায়।’
এরপর দ্বিতীয়ার্ধে মাঠের ডাগ আউটে আসেন চোট জর্জর এনরিকে। আন্তর্জাতিক বিরতির সময় সাইকেল দুর্ঘটনায় কলারবোন ভেঙে যাওয়ায় এখন স্লিঙ্গে বাঁ হাত ঝুলিয়ে কোচিং করাচ্ছেন তিনি।
আর শারীরিক পরিস্থিতি ভালো না হওয়ায় আপাতত প্রতিপক্ষের মাঠে ডাগ আউটেই থাকবেন বলে জানিয়েছেন এই কিংবদন্তি কোচ।
সাধারণত রাগবি কোচেরা গ্যালারিতে বসে খেলা দেখার কৌশলটি ব্যবহার করেন। এতে খেলার ভুলভ্রান্তি আরো সহজে চোখে পড়ে। এনরিকে বলেন, ‘আমার কাজে কিভাবে নতুন কিছু যোগ করতে পারি তা নিয়ে সব সময় ভাবি। আমাদের দলগত খেলার উন্নতি করতে আমি সব সময় উন্মুখ হয়ে থাকি।
এবি/এসএন