রেফারিরা মাঠে পায়চারি করছেন। ফুটবলাররা টেন্টে বসে আছেন। ম্যাচ শুরুর সময় দুপুর আড়াইটা। ঘড়ির কাটা সময় স্পর্শ করলেও মাঠ অপ্রস্তুত থাকায় খেলা শুরু হয়েছে মিনিট এগারো পর।
মোহামেডান ও বসুন্ধরা কিংসের ফুটবলাররা দুই অংশে অনুশীলন করছিলেন। সেই সময় কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মাঠ খেলার জন্য প্রস্তুত করতে শেষ সময়ের দৌড়ঝাঁপ। বেলা আড়াইটার সময় ম্যাচ। অথচ দুইটার পরও চলছে বক্সের মাপ-ঝোঁক।
ফুটবলাররা খেলা শুরুর এক ঘণ্টা আগে মাঠে ওয়ার্ম আপ করেন। গোলরক্ষকরা দুই পাশের দুই পোস্টে নিজেদের শেষ বারের মতো ঝালাই করেন। এক প্রান্তের গোলপোস্টে জাল লাগলেও আরেক পোস্ট ছিল জালশুন্য। সেই জাল লাগানোর পর মোহামেডান গোলরক্ষকরা অনুশীলন শুরু করে।
ফুটবলে অনেক কৌশল ও রেফারির সিদ্ধান্ত নির্ভর করে বক্সের উপর। সেই বক্সের মাপ-ঝোঁক চলছিল যখন ফুটবলাররা ওয়ার্ম আপে। মাপামাপির পর চুন টানা হয়েছে। ম্যাচ শুরুর দশ মিনিট আগে মেপে কিক অফের পজিশন ঠিক করা হয়৷
গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়নের মধ্যকার ম্যাচ চ্যালেঞ্জ কাপ। লিগ চ্যাম্পিয়নের হোম ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হয়। মোহামেডানের হোম ভেন্যু কুমিল্লা। তাই ম্যাচটি কুমিল্লায় অনুষ্ঠিত হচ্ছে। হোম ভেন্যু দলকেই মাঠ ও অন্যান্য ব্যবস্থাপনায় থাকতে হয়। বাংলাদেশের বাস্তবতায় ফেডারেশনকেই দেখভাল করতে হয়েছে বিগত সময়ের মতোই।
বসুন্ধরা কিংস ছাড়া অন্য ক্লাবের নিজস্ব স্টেডিয়াম নেই। ফুটবল ফেডারেশন জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে স্টেডিয়াম বরাদ্দ নেয় লিগের জন্য। সেই বরাদ্দ থেকে ক্লাবগুলোকে ভেন্যু ভাগাভাগি করে। কুমিল্লা ভেন্যু আবাহনী ও মোহামেডানের। এই ভেন্যুর অনুমতি একেবারে শেষ মুহূর্তে পাওয়ায় মাঠ প্রস্তুতিতে ক্লাবকে বেগ পেতে হয়েছে। শেষ পর্যন্ত ফেডারেশনের উদ্যোগেই বাংলাদেশের ফুটবলে ২০২৫-২৬ মৌসুম শুরু হচ্ছে আজ।
এমকে/এসএন