কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা বলেছেন, ‘জামায়াত ভোটের জন্য জান্নাতের কথা বলে মানুষকে ধোঁকা দিচ্ছে। জামায়াত ধর্ম নিয়ে রাজনীতি করছে, ধর্ম ব্যবসা শুরু করেছে।’
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা কাশিনগর ইউনিয়নের কাতালিয়া ও নিলক্ষীপুর এলাকায় নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী ধর্মের কথা বলে ভোটের জন্য।
তারা ইসলামের জন্য কোনো কিছু করে না। জামায়াতে ইসলামী জনগণের দল নয়, তারা একটা গোষ্ঠীর দল।’
কামরুল হুদা আরো বলেন, ‘আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া নারীদের বিনা মূল্যে শিক্ষা ব্যবস্থা, উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা প্রথম চালু করেছেন। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বর্হিবিশ্বে দেশের অপ্রচলিত গার্মেন্ট শিল্প, হিমায়িত খাদ্য, হস্তশিল্প, চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার সম্প্রসারণ করেছিলেন এবং বেকার সমস্যা সমাধানে বিদেশে বাংলাদেশের যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করেছেন।’
কাশিনগর ইউনিয়ন উত্তর বিএনপির সভাপতি টিটু ও যুবদলের সভাপতি আবুল হাশেমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হারুন অর রশিদ মজুমদার, সহসভাপতি শাহ আলম, দলিলুর রহমান, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সহসভাপতি মো. শরীফুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুটু, কাশিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক সোলাইমান কবির, সিনিয়র সহসভাপতি আব্দুর রব মজুমদার, হানিফ মিয়া প্রমুখ।
কেএন/টিকে