ডাবলিনে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৫৪ রান করে আয়ারল্যান্ড। জবাবে ১৭.১ ওভারে ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় থ্রি লায়ানরা। তাতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নিল ইংল্যান্ড। বৃষ্টির কারণে একটি ম্যাচ খেলা হয়নি।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হিসেবে মাঠে নেমেই ইতিহাস গড়েছিলেন জ্যাকব বেথেল। ইংল্যান্ডের ইতিহাসে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ অধিনায়ক। এবার ইংল্যান্ডের হয়ে সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে সিরিজ জিতলেন বেথেল।
এদিকে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে পল স্টার্লিং ও রস অ্যাডায়ারের ওপেনিং জুটি থেকে আসে ৩০ রান। দলীয় ৫২ রানের মাথায় ফেরেন আরেক ওপেনার অ্যাডায়ার। বাইশ গজ ছাড়ার আগে ডান হাতি এই ব্যাটার স্কোরবোর্ডে যোগ করেন ২৩ বলে ৩৩ রান। এরপর হ্যারি ট্যাক্টর ২৭ বলে ২৮ রান করে ইনিংস টেনে লম্বা করেন। শেষদিকে গ্যারেথ ডিলানির ঝড়ো ব্যাটিংয়ে (২৯ বলে ৪৮ রান) ১৫৪ রানের পুঁজি পায় আয়ারল্যান্ড।
ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ ৩টি এবং দুইটি করে উইকেট নেন ওভারটন এবং ডসন।
রান তাড়া করতে নেমে শুরুর ধাক্কা সামলে তৃতীয় উইকেটের জুটিতে রান চাকা সচল করেন ফিল সল্ট ও জর্ডান কক্স। দু’জনে ৫৭ রানের জুটি গড়েন। সাজঘরে ফেরার আগে সল্ট ২৩ বলে ২৯ রান করেন। চতুর্থ উইকেট জুটিতে টম ব্যান্টনকে নিয়ে ছোটেন কক্স। ৩১ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন এই ডানহাতি ব্যাটার। বেঞ্জামিন হোয়াইটের বলে বোল্ড হওয়ার আগে চারটি করে চার ও ছক্কা হাঁকিয়ে ৩৫ বলে ৫৫ রান করেন কক্স।
বাকি কাজটুকু সারেন টম ব্যান্টন। ২৬ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ব্যান্টন। তার সঙ্গে অপরাজিত ছিলেন রেহান আহমেদ (৭ রান)। আইরিশদের হয়ে একটি করে উইকেট পেয়েছেন ম্যাকার্থি, ক্যাম্পার, ইয়ং এবং ওয়াইট।
এমআর/এসএন