তাহসান গান ছেড়ে দেওয়ার কথা বলার পরপরই দেশের সংগীতাঙ্গনে চলছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই তাহসানের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন, অনেকেই আবার তাহসানের এই সিদ্ধান্তকে নেতিবাচকভাবে নিচ্ছেন। অনেকেই বলছেন ধর্মীয় কারণে গান ছেড়ে দিচ্ছেন, আবার তাহসান বলছেন ব্যক্তিগত কারণে এই জগৎকে বিদায় জানাচ্ছেন।
এদিকে তাহসানের গান ছেড়ে দেওয়ার ঘটনাকে প্রতিক্রিয়া ব্যক্তি করেছেন ক্লোজ আপ তারকা রাজীব।
তিনি তাহসানকে উদ্দেশ করে বলছেন, ‘আপনি একটা অবৈধ পেশায় নিয়োজিত ছিলেন।’
রাজীব বলেন, ‘আমার কথায় কেউ মন খারাপ করবেন না। কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ করে কথাগুলো বলিনি। যারা এ রকম কাজ করে তাদের জন্য।
এই গায়ক বলেন, ‘মেয়েসন্তান বড় হলেই নিজের প্রতিষ্ঠিত সংগীত ক্যারিয়ার থেকে বিদায় নিতে হবে কেন? আপনার এই লাইনে আসাই ঠিক হয়নি।’
আল্লাহ আপনাকে অভিনয় করা ও গান গাওয়ার প্রতিভা দিয়েছেন। সেটা করেই জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। জনপ্রিয়তা পেয়েছেন।
যত দিন পর্যন্ত আল্লাহ আপনার সামর্থ্যে রাখেন, তত দিন এ কাজ আপনার করে যেতে হবে। কারণ আপনি সারা দেশের মানুষের সম্পদ। যখন অন্য কোনো গুরুতর সমস্যা হবে সবাইকে জানিয়ে বিদায় নেবেন।’
তাহসানের কৈফিয়তকে নাকচ করে দিয়ে রাজীব বলেন, ‘দিনশেষে যদি বলেন ছেলেমেয়ে বড় হচ্ছে এসব তো আর করা যায় না। তার মানে আপনি একটা অবৈধ পেশায় নিয়োজিত ছিলেন তা-ই প্রমাণ করলেন।
সো, জীবনে যে কাজ করে প্রতিষ্ঠিত হবেন, বুড়া বয়সে যদি সে পেশার সুনাম করতে না পারেন তাহলে শুরুতেই পেশা বদলে ফেলুন।’
এমকে/টিএ