বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর প্রকাশ্যে ক্ষোভ জানালেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বিকৃত ছবির বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে তাঁর বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা মূল ছবিকে বিকৃত করে অশ্লীল ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন এবং অনেক সময় মনে করছেন ছবিগুলো আসল।
জাহ্নবী জানান, এ ধরনের ছবির কারণে শুধু তিনি নন, অনেক অভিনেত্রীই মানসিকভাবে ভুগছেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো কিছু ক্ষেত্রে গণমাধ্যমও বিভ্রান্ত হয়ে এই ভুয়া ছবি প্রকাশ করেছে। তাঁর ভাষায়, “যখন এআই-নির্ভর ছবি মানুষকে এমনকি মিডিয়াকেও বিভ্রান্ত করতে পারে, তখন আমাদের মতো অভিনেত্রীদের জন্য পরিস্থিতি খুব কঠিন হয়ে দাঁড়ায়।”
তিনি আরও বলেন, ভক্ত কিংবা দর্শকরা যেন সবসময় সচেতন থাকেন। তিনি প্রতিটি ছবি খুব ভেবে-চিন্তে ব্র্যান্ড, ম্যাগাজিন বা সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। তাই অনলাইনে প্রচারিত যেকোনো বিকৃত ছবিই যে ভুয়া সে ব্যাপারে ভক্তদের নিশ্চিত থাকার অনুরোধ জানান তিনি।
এই ঘটনা আবারও প্রমাণ করে, বিনোদন দুনিয়ায় এআই-প্রযুক্তির অপব্যবহার কতটা ভয়াবহ হুমকি হয়ে উঠছে।
এমকে/টিএ