অবশেষে মুক্তি পেল বহুল প্রতীক্ষিত ‘কান্তারা: এ লেজেন্ড - অধ্যায় ১’-এর ট্রেলার। মুক্তির পরপরই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। কান্তারা’র পরিচালক ও অভিনেতা ঋষভ শেট্টিই এবারো নির্মাণ করেছেন ছবিটি, তবে এটি মূল ছবির প্রিকুয়েল। এখানে উঠে এসেছে প্রথম গল্পের পেছনে থাকা লোককথা, পূর্বপুরুষদের উত্তরাধিকার আর দেবভক্তির মহাকাব্যিক সূত্র।
ট্রেলার উন্মোচন করেছেন বলিউড ও দক্ষিণী সিনেমার চার তারকা ঋত্বিক রোশন, প্রভাস, পৃথিবীরাজ সুকুমারন ও সিভাকার্তিকেয়ান। শুরুতেই দেখা যায় এক কিশোর শিব, যে খুঁজছে বাবার রহস্যময় অন্তর্ধানের উত্তর। এই অনুসন্ধান তাকে টেনে নিয়ে যায় পূর্বপুরুষদের কাছে, যাঁরা দেবতার সঙ্গে যুক্ত হয়ে অবিচার আর অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছিলেন।
গুলশান দেবাইয়া ট্রেলারে হাজির হয়েছেন এক নির্মম যুবরাজ হিসেবে, আর ঋষভ শেট্টির বিপরীতে রাজকুমারীর চরিত্রে দেখা গেছে রুকমিণী বসন্তকে। তাঁদের প্রেমের গল্প ছিন্নভিন্ন করে দেয় ক্ষমতার ভারসাম্য, যা থেকে জন্ম নেয় বিদ্রোহ আর রক্তক্ষয়ী সংঘাত।
সবশেষে দর্শকদের চোখে পড়ে সবচেয়ে শক্তিশালী দৃশ্য যেখানে ঋষভের চরিত্র প্রথমবারের মতো দেবভক্তির আচার দৈবা কোলাতে আচ্ছন্ন হয়ে পড়ছে। এই দৃশ্যই পুরো ছবির মহাকাব্যিক আবহ তৈরি করে।
লোককথা, ইতিহাস আর বিশ্বাসের সংমিশ্রণে তৈরি এই নতুন অধ্যায় কেবল কান্তারা’র উত্তরাধিকারকেই সমৃদ্ধ করছে না, বরং ভারতীয় সিনেমায় আরেকটি অনন্য মাইলফলক হয়ে উঠতে চলেছে।
এমকে/টিএ