রাজশাহী-ঢাকা রুটে হঠাৎ বাস বন্ধ করলেন মালিকপক্ষ, ভোগান্তিতে যাত্রীরা

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে এবার ঢাকামুখী যাত্রীবাহী বাস চলাচল হঠাৎ বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বিভিন্ন কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষণা দেয়া হয়। এতে রাতের যাত্রায় নির্ভরশীল হাজারও যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। শুক্রবারে যাদের ঢাকা যাওয়ার টিকিট কাটা ছিল তাদের রাতের বেলায় ফোন করে জানানো হয় কোনো বাস চলবে না।


সংশ্লিষ্টরা জানান, বর্তমানে রাজশাহী থেকে ঢাকাগামী প্রতিটি ট্রিপে চালক পান ১ হাজার ২৫০ টাকা, সুপারভাইজার ৫০০ টাকা এবং চালকের সহকারী ৪০০ টাকা। তবে সম্প্রতি বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করলে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়।

সংকট নিরসনে গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক ও মালিকপক্ষের যৌথ সভায় সিদ্ধান্ত হয় রাজশাহী থেকে ঢাকাগামী প্রতিটি ট্রিপে চালককে ১ হাজার ৭৫০ টাকা, সুপারভাইজারকে ৭৫০ টাকা এবং সহকারীকে ৭০০ টাকা প্রদান করা হবে। এ সিদ্ধান্ত আগামীকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বৃহস্পতিবার রাতে মালিকপক্ষ বাড়তি বেতন দিতে অস্বীকৃতি জানিয়ে বাস চলাচল বন্ধ করে দেয়।

এ অবস্থায় পূজার আগে দুই দিনের ছুটিতে বাস ও ট্রেনে যাত্রীচাপ বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ঘোষণাবিহীনভাবে বাস চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। নাটোর থেকে ঢাকায় আসার জন্য শুক্রবার সকাল সোয়া ৯টার দেশ ট্রাভেলসের এসি বাসের টিকিট কেটেছিলেন প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক। তিনি তার মা ও মেয়েকে নিয়ে ঢাকায় যাবেন।
 
তিনি দেশের একটি গণমাধ্যমকে জানান, রাত সোয়া ১১টার দিকে হঠাৎ করেই কাউন্টার থেকে ফোন করে জানানো হয় শুক্রবার কোনো বাস চলবে না। কবে থেকে চলবে তাও বলতে পারেননি কাউন্টারের ওই ব্যক্তি। টিকিটের টাকা ফেরত দেয়া হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি শুক্রবার সকালে যোগাযোগ করতে বলেন।
 
ওই শিক্ষক বলেন, হঠাৎ করেই পূর্বঘোষণা ছাড়া মালিকপক্ষ এভাবে বাস বন্ধ করায় আমরা সাধারণ যাত্রী ভোগান্তিতে পড়েছি। যাত্রী ভোগান্তির জন্য তিনি মালিকপক্ষের শাস্তি দাবি করেন। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, ‘মালিকদের সঙ্গে দফায় দফায় আলোচনার মাধ্যমে বাড়তি বেতন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে বাস্তবায়নের আগেই কোনো ঘোষণা ছাড়া বাস বন্ধ করা ন্যক্কারজনক ঘটনা। এতে যাত্রীরা যে ভোগান্তিতে পড়েছেন তা বলার মতো নয়। মালিকপক্ষ যাত্রীদের সঙ্গে ছিনিমিনি খেলেছে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত। এ বিষয়ে মালিকপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে একতা ট্রান্সপোর্টের বাসগুলো রাজশাহী-ঢাকা রুটে স্বাভাবিকভাবে চলাচল করছে।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পেশায় ব্যবসায়ী এ্যানি, বছরে আয় ৪৭ লাখ ৩৬ হাজার টাকা Jan 02, 2026
img
জার্মানিতে নববর্ষ উদযাপনে হতাহতের ঘটনায় গ্রেপ্তার ৪০০ Jan 02, 2026
img
জুলাই যোদ্ধা নাহিয়ানের বাবার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক Jan 02, 2026
img
মুন্সিগঞ্জে নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের অনুমোদন Jan 02, 2026
img
স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে ৫ বাকৃবি শিক্ষার্থী আহত Jan 02, 2026
img
দেশব্যাপী খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া মাহফিল ও মিলাদ আজ Jan 02, 2026
img
চট্টগ্রাম বন্দরে কনটেইনার-কার্গোসহ সার্বিক কার্যক্রমে রেকর্ড প্রবৃদ্ধি অর্জন Jan 02, 2026
img
অভিষেক-ঐশ্বর্যার বিয়েতে মিডিয়ার প্রতিবন্ধকতা, বচ্চন পরিবারকে নিয়ে অভিযোগ Jan 02, 2026
img
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার Jan 02, 2026
img
নাটোরের চার আসনে ৭ জনের মনোয়নপত্র বাতিল, বৈধ ২৮ Jan 02, 2026
img
অঙ্কিত তিওয়ারির কনসার্টে বিশৃঙ্খলা, পানিহাটিতে সংঘর্ষের ঘটনায় প্রাণ গেল যুবকের Jan 02, 2026
img
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদত্যাগের কারণ ব্যাখ্যা প্রেস সচিবের Jan 02, 2026
img
নাহিদ ইসলামের হলফনামা নিয়ে কিছু বিভ্রান্তির ব্যাখ্যা এনসিপির Jan 02, 2026
img
২০২৬ শুরুতেই সুখবর, বিয়ের পিঁড়িতে বসছেন মধুমিতা! Jan 02, 2026
img
এনসিপি নেতা মাহবুবের সম্পদ ৯৬ লাখ টাকার , বছরে আয় ১৫ লাখ Jan 02, 2026
img
বাংলাদেশের সংসদ নির্বাচন সুষ্ঠু হবে, আশা চীনের; স্বাগত জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় Jan 02, 2026
img
ইশরাকের সম্পদ প্রায় ৮ কোটি টাকা, বছরে আয় ১ কোটি ৩০ লাখ টাকা Jan 02, 2026
img
আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি পাবনায় গ্রেপ্তার Jan 02, 2026
img
দেশের স্বার্থে সবাইকে বারবার এক টেবিলে বসতে হবে: আজহারী Jan 02, 2026
img
সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের চেষ্টায় আটক ২ Jan 02, 2026