এসএসসি ও দাখিল পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন প্রশিক্ষণ কার্যক্রম আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে। শিক্ষকদের প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রতিষ্ঠান প্রধানের ছাড়পত্র আনাসহ ৩ বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি সংশ্লিষ্ট প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তত্ত্বাবধানে বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড পরিচালনায় এসএসসি-দাখিল পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের ৪র্থ ব্যাচের প্রশিক্ষণ আগামী ৫ অক্টোবর থেকে ১০ অক্টোবর ঢাকায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণ কার্যক্রম প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত হবে। সংযুক্ত তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের আওতাধীন কর্মরত শিক্ষককে নির্ধারিত তারিখ ও সময়ে বর্ণিত প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, প্রশিক্ষণার্থীরা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের সংস্থান অনুসারে ভাতা পাবেন।
বিশেষ শর্তাবলী
মনোনীত শিক্ষকদের প্রশিক্ষণে অংশগ্রহণ বাধ্যতামূলক, অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট বিষয়ের ৯ম-১০ম শ্রেণির পাঠ্যবই আনতে হবে, প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রতিষ্ঠান প্রধানের ছাড়পত্র আনতে হবে।
ঢাকা শিক্ষা বোর্ড কম্পিউটার সেন্টার, বাড়ি নং ৪৪, রোড নং ১২/এ, ধানমন্ডি লেকের পাশে (ধানমন্ডি গার্লস স্কুলের পিছনের অংশে) আবাসনের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ প্রয়োজনে ঢাকা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) জেসমিন তাসলিমা বানুর ০১৭১২৬৬৩৬৩- এই মোবাইল নম্বরে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যোগাযোগ করা যেতে পারে।
এমন পরিস্তিতিতে শিক্ষা বোর্ডের নির্বাচিত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বলা হলো।
এমকে/এসএন