জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা বিক্রান্ত ম্যাসি এবার ঢুকছেন বলিউডের বড় প্রযোজনা প্রতিষ্ঠান ধার্মা প্রোডাকশনের জগতে। আগামী ছবিতে দেখা যাবে তাকে ‘দোস্তানা ২’-এ, যা তার কেরিয়ারের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।
একান্ত সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, ধরম প্রজেক্টে প্রথমবার কাজ করতে যাচ্ছেন, তাই উত্তেজনা বেশী। তিনি জানিয়েছেন, এই ছবি তার জন্য এক নতুন অভিজ্ঞতা এবং বড় পরিসরে অভিনয় করার সুযোগ এনে দিচ্ছে। ‘লক্ষ্য’-এর সঙ্গে কাজ করা তার জন্য বিশেষ একটি মুহূর্ত, কারণ তিনি মূলত তীব্র, কন্টেন্ট-ভিত্তিক চরিত্রের জন্য খ্যাত।
বিক্রান্ত ম্যাসি ঢুকতে চলা এই নতুন জগৎ শুধু তার কেরিয়ারকে নয়, ভক্তদেরও নতুন অভিজ্ঞতার আশা জাগাচ্ছে। ‘দোস্তানা ২’-তে তাকে দেখতে দর্শকরা এখনই অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কারণ এটি হবে তার অভিনয়ের স্বতন্ত্র রূপে পরিচিত হওয়ার নতুন সুযোগ।
এমকে/এসএন