এক বছরে ১০ জনের নামে ইন্টারপোল রেড নোটিশ পাঠালো দুদক

গত এক বছরে অন্তত দশজন প্রভাবশালী ব্যক্তি ও তাদের স্বজনদের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারির জন্য পুলিশের কাছে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনাজীর আহমেদ, ব্যবসায়ী সাইফুল আলম (এস আলম) এবং তাদের পরিবারের সদস্যরা।

বাংলাদেশে দুর্নীতি দমনের ইতিহাসে এটিই প্রথমবার, যখন একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী, তার সন্তান ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে একযোগে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হলো।

দুদক জানিয়েছে, রেড নোটিশ চেয়ে পাঠানো প্রতিটি চিঠির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিস্তারিত পরিচয়, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর, ঠিকানা এবং গ্রেফতারি পরোয়ানাসহ প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করা হয়েছে। দুদকের চিঠি পাওয়ার পর পুলিশ সদর দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির অনুরোধ জানাবে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যান। তার ছেলে জয় যুক্তরাষ্ট্রে, আর মেয়ে পুতুলও দেশের বাইরে অবস্থান করছেন।

এর পরপরই পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম সংক্রান্ত দুর্নীতির অভিযোগে দুদক অনুসন্ধান শুরু করে। এরপর চলতি বছরের জানুয়ারিতে ৬টি মামলা দায়ের করা হয়, যাতে শেখ হাসিনা, তার সন্তান ও বোনসহ পরিবারের অন্তত ৭ সদস্যকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, সরকারি ক্ষমতার অপব্যবহার করে অযোগ্য হয়েও পূর্বাচল আবাসিক প্রকল্পে ১০ কাঠা করে ছয়টি প্লট নিজেদের নামে বরাদ্দ নেন তারা।

এই মামলাগুলোর ভিত্তিতে ঢাকার বিশেষ জজ আদালত শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এরই ধারাবাহিকতায় দুদক শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুরোধ জানায়।

শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির চিঠিতে দুদক জানায়, মামলার তদন্তকালে জানা যায় যে এজাহারনামীয় আসামি শেখ হাসিনা বিদেশে অবস্থান করছেন। ন্যায়বিচারের স্বার্থে তার অবস্থান শনাক্ত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য বিজ্ঞ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

এতে দুদক আরও জানায়, এমন অবস্থায় বিজ্ঞ আদালতের আদেশ, গ্রেফতারি পরোয়ানা, এজাহারের কপি, চার্জশিটের কপি এবং পূরণকৃত রেড নোটিশ ফরম সংযুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হলো।

জয় ও পুতুলের বিষয়ে পাঠানো চিঠিতেও একই কথা বলা হয়েছে। চিঠিতে মা ও ছেলে ও মেয়ের নাম, এনআইডি নম্বর, বাবা ও মায়ের নাম, পাসপোর্ট নম্বর এবং ঠিকানাও দেওয়া হয়েছে।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকেকে বলেন, অন্যদের রেড নোটিশ জারির চিঠিতেও একই ধরনের তথ্য উল্লেখ করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রথমে পুলিশ রেড নোটিশ জারির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠাবে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির জন্য অনুরোধ জানিয়ে চিঠি পাঠাবে।

এদিকে, সাবেক আইজিপি বেনাজীর আহমেদ ও তার স্ত্রী জীশান মীর্জার বিরুদ্ধেও রেড নোটিশ চেয়ে চিঠি দিয়েছে দুদক। এর আগে তাদের নামে থাকা ঢাকায় ৮টি ফ্ল্যাট, ২৫ একরের বেশি জমি, ৩৩টি ব্যাংক হিসাব, শত কোটি টাকার বিনিয়োগ ও কোম্পানির শেয়ার জব্দ করা হয়। বেনাজীরের বিরুদ্ধে ৯ কোটির বেশি, তার স্ত্রীর বিরুদ্ধে ৩১ কোটির বেশি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

তালিকায় রয়েছেন চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী সাইফুল আলম ওরফে এস আলম এবং তার দুই ভাই। সম্প্রতি আদালতের আদেশে তাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশনা দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, এস আলম গ্রুপ রিলায়েন্স ফাইন্যান্স থেকে নামসর্বস্ব কোম্পানির নামে ১০০ কোটির বেশি টাকা ঋণ নিয়ে অর্থ আত্মসাৎ করে। দুদকের অনুসন্ধানে উঠে আসে, এই অর্থ ঘুরিয়ে প্রতিষ্ঠানের অন্য হিসাবে নিয়ে মানি লন্ডারিং করা হয়।

এস আলম ও তার পরিবারের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা এবং এক লাখ কোটির বেশি অর্থ আত্মসাতের অভিযোগ। উল্লেখযোগ্যভাবে, তিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং ২০১৭ সালের পর কয়েকটি ব্যাংকের নিয়ন্ত্রণ নেন।

আরেক অভিযুক্ত, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে যুক্তরাজ্য, আরব আমিরাত, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বিপুল সম্পদের মালিকানা এবং বাংলাদেশে শেয়ার ও জমি আত্মসাতের অভিযোগ রয়েছে। দুদকের অনুসন্ধানে ধরা পড়ে, তারা ১০০ কোটির বেশি টাকার সম্পদ অর্জন করেছেন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে।

দুদক সংশ্লিষ্টরা জানান, এসব রেড নোটিশ চেয়ে পাঠানো চিঠির প্রক্রিয়া যথাযথভাবে চলছে এবং ইন্টারপোলের মাধ্যমে অভিযুক্তদের গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা চাওয়া হচ্ছে।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
যুদ্ধের সময় সীমান্ত দিয়ে অনেকে পালিয়েছেন কিন্তু জিয়াউর রহমান যান নাই: ডা. জাহিদ Nov 14, 2025
img
নতুন মুখে সাজিদ আলীর ‘হীর রাঞ্জা’ Nov 14, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় আবারও রেললাইনে আগুন Nov 14, 2025
img
বরিশালে থেমে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন Nov 14, 2025
img
একইদিনে গণভোট-জাতীয় নির্বাচন ঘোষণা প্রত্যাহারের দাবি ৮ দলের Nov 14, 2025
img
বিমানবন্দর এলাকার ২ স্থানে ককটেল বিস্ফোরণ Nov 14, 2025
img
৭০ বছর পর নতুন নামে রিয়াল মাদ্রিদের ঐতিহ্যবাহী হোম ভেন্যু Nov 14, 2025
img
মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ভোটে শীর্ষে মিথিলা Nov 14, 2025
img
নিজেদের তৈরি প্রথম হাইব্রিড কার্গো বিমান উদ্বোধন করল আমিরাত Nov 14, 2025
img
রাজশাহীতে আ.লীগ ও যুবলীগের ৩ জনসহ গ্রেপ্তার ২৬ Nov 14, 2025
img
এস.এস. রাজামৌলির পরিচালনায় ‘গ্লোবট্রটার’ ছবিতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা Nov 14, 2025
img
মিরপুরে বাসে অগ্নিসংযোগের পর পালাতে গিয়ে যুবকের মৃত্যু Nov 14, 2025
img
দক্ষিণ কোরিয়ায় জনশক্তি রপ্তানি বাড়াতে চান উপদেষ্টা আসিফ নজরুল Nov 14, 2025
img
গণভোট ও নির্বাচন একসঙ্গে হওয়া প্রসঙ্গের ব্যাখ্যা দিলেন মির্জা গালিব Nov 14, 2025
img
'যে সৎ কাজটা তোমাকে ভয় দেখায়, সেটাই করো' Nov 14, 2025
img
“যে বিষয়ে কিছুই জানি না, সেখানে যাব না। অন্তত লোক হাসাতে চাই না” Nov 14, 2025
img
কুমিল্লার দেবিদ্বার থেকেই নির্বাচন করব: হাসনাত আবদুল্লাহ Nov 14, 2025
img
নোয়াখালীতে জামায়াত প্রার্থীর গণসংযোগ, যুবদলের হামলার অভিযোগ Nov 14, 2025
img
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক Nov 14, 2025
img
আর্জেন্টিনার অনুশীলনে স্পেনে বিশাল জনসমাগম, মেসির কৃতজ্ঞতা প্রকাশ Nov 14, 2025