কথায় আছে পুরুষ রাগে হয় বাদশা, তবে বাদশা না হলেও এক বাদশাহী কাজ যেন করেছেন মুন্সিগঞ্জের কামাল হোসেন নামের এক সার্ভেয়ার।
দেড় মাস আগে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়েছে স্ত্রী, সেই রাগে সন্তান কোলে নিয়ে হেলিকপ্টারে চড়ে বিয়ে করে ঘরে তুলেছেন নতুন বউ।
শুক্রবার টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। যা আলোচনার জন্ম দিয়েছে স্থানীয়দের মাঝে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১০ বছর আগে কামালের সাথে বিয়ে হয় সাথী আক্তার এক নামের নারীর। সে ঘরে রয়েছে ২ সন্তান। কিন্তু গত আগস্টের ১০ তারিখ দুই শিশু সন্তান রেখে শহরের এক বিবাহিত যুবকের হাত ধরে চলে যান। পরে কামাল জানতে পারেন সাথী তাকে তালাক দিয়েছেন। হঠাৎ এই পারিবারিক ভাঙনে ভেঙে না পড়ে, উল্টো জেদের জোরে নতুন জীবনের পথ।
শুক্রবার দুপুরে ছোট কন্যাকে কোলে নিয়ে তিনি হেলিকপ্টারে চেপে রওনা হন নতুন শ্বশুরবাড়ির উদ্দেশে, বিয়ে করে নিয়ে আসেন নতুন বউ।
এ বিষয়ে কামাল জানান, আসলে পুরুষ নির্যাতনের কথা কেউ ভাবে না। আমার অর্থভিত্তের কোনো কমতি ছিল না। কাজের কারণে দিনের বেশিরভাগ সময় বাইরে থাকতাম। গত আগস্টে হঠাৎ স্ত্রী বাড়ি থেকে চলে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে জানতে পারি সে মুন্না নামের এক ছেলে সাথে পালিয়েছে। এই জেদে নতুন বিয়ের সিদ্ধান্ত নেই।
কামাল আরও জানান, সব জেনে শুনে আমার নতুন স্ত্রীর পরিবার বিয়েতে রাজি হয়, সন্তানসহ আমার পরিবারের দায়িত্ব নিতেও ইচ্ছে প্রকাশ করে স্ত্রী। তাই তার জন্য চমক দেখাতেই হেলিকপ্টার ভাড়া করি। আজ নতুন বউ নিয়ে এসেছি। আমি সবার কাছে আমার বাকি জীবনের জন্য দোয়া চাই।
এদিকে অনেকে বলছেন, ভেতরের কষ্টকে প্রশমিত করতেই এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন কামাল, যেন সাবেক স্ত্রীকে দেখাতে পারেন, পুরুষের জীবনও থেমে থাকে না।
এদিকে হেলিকপ্টারে চড়ে বরের আগমন দেখতে ঘটনাস্থলে ভিড় জমায় অনেকে।
এমআর/টিকে