জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ভারত তাদের ভূখণ্ড ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছিল। এর জবাবে পাল্টা হামলা চালিয়েছিল পাকিস্তান। যা ভারত সব সময় মনে রাখবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের বক্তব্য দেন তিনি। এ সময় পাকিস্তান-ভারতের সংঘাত নিয়ে কথা বলেন শেহবাজ।
তিনি বলেন, এপ্রিলে জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার পর পাকিস্তান ভারতকে সূক্ষ্ম তদন্তে সহায়তার প্রস্তাব দিয়েছিল। কিন্তু ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারত পাকিস্তানি ভূখণ্ডে হামলা চালায়।
ভারত রাজনৈতিক খেলা খেলেছে বলেও জাতিসংঘে অভিযোগ করেন পাক প্রধানমন্ত্রী। এছাড়া হিন্দুত্ববাদকে পাকিস্তান পুরো বিশ্বের জন্য হুমকি হিসেবে দেখে বলে জানান তিনি।
ভারতের হামলার জবাবে পাকিস্তান হামলা চালায় জানিয়ে শেহবাজ বলেন, পাকিস্তানের আত্মরক্ষার অধিকার রয়েছে। ভারতের আগ্রাসনের জবাবে তাদের সাতটি বিমান ভূপাতিত করা হয় বলে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত আমাদের এ জবাব কখনো ভুলবে না।
এছাড়া সিন্ধু নদ চুক্তি লঙ্ঘনকে পাকিস্তান যুদ্ধ হিসেবে বিবেচনা করবে বলেও মন্তব্য করেন শেহবাজ।
পাকিস্তান ও ভারতের মধ্যে এ সংঘাত থামাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আসেন এবং সংঘাত থামান বলে জাতিসংঘে বলেন পাকিস্তানের এ প্রধানমন্ত্রী। এর কৃতজ্ঞতা স্বরূপ ট্রাম্পকে পাকিস্তান নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়। এছাড়া ওই উত্তেজনার সময় যেসব দেশ পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
এগুলোর পাশাপাশি ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব ও পাকিস্তানের বন্যা নিয়েও কথা বলেন শেহবাজ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পাকিস্তানে যে ভয়াবহ বন্যা হচ্ছে সেটি সবাইকে বিবেচনায় নিতে হবে।
কেএন/টিকে