দখলকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ এবং গাজায় ইসরায়েলের গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) পাকিস্তানের প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ইসরায়েলকে রীতিমতো তুলোধোনা করে এই বক্তব্য দেন।
শাহবাজ শরিফ সরাসরি হিন্দ রজব নামে ৬ বছর বয়সী ফিলিস্তিনি শিশুর হত্যার প্রসঙ্গ তুলে ধরেন; যাকে গাজা শহর থেকে পালানোর সময় তার পরিবারের সঙ্গে হত্যা করা হয়। শিশুটির ঘটনা যুদ্ধের অন্যতম প্রতীকী এবং হৃদয়বিদারক দৃষ্টান্ত হয়ে উঠেছে।
তিনি বলেন, ‘আমরা সবাই সেই ফোন কল শুনেছি, যেখানে ছোট্ট হিন্দ রজব কম্পিত কণ্ঠে জীবন বাঁচাতে আর্তনাদ করছিল ইসরায়েলি হামলার মধ্যে।’
তিনি আরও বলেন, ‘আপনি কি কল্পনা করতে পারেন, যেন সেই ছোট্ট মেয়েটি—হিন্দ রজব আমাদের নিজের মেয়ের মতো?’ এই কথা বলেই তিনি যুদ্ধের অবসানের আহ্বান জানান।
সূত্র : আল জাজিরা
ইএ/টিকে