পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা না করলে ভারত-পাকিস্তানের যুদ্ধ ভয়াবহ রূপ নিতো।
আজ বক্তৃতা দিতে গিয়ে তিনি উল্লেখ করেন, দক্ষিণ এশিয়ার এই যুদ্ধ পুরোপুরি ভয়ানক পরিণতির দিকে যেতে পারতো যদি প্রেসিডেন্ট ট্রাম্প সময়মতো সেখানে মধ্যস্থতা না করতেন।
এসময় শেহবাজ বলেন, আমাদের অংশের স্থায়ী শান্তি এবং সমৃদ্ধির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ভূমিকার জন্য আমরা তাকে সাধুবাদ জানাই।
তিনি আরও উল্লেখ করেন, এজন্যই পাকিস্তান তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জন্য মনোনীত করেছে। কারণ আমাদের পক্ষ থেকে এটাই আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা। আমার (শেহবাজ শরীফ) মনেহয় আসলেই তিনি (ডোনাল্ড ট্রাম্প) একজন 'শান্তির দূত'।
ইএ/টিকে