ম্যাডক হরর কমেডি ইউনিভার্সে নতুন দিগন্ত, আসছে ‘ছোটী স্ত্রী’
মোজো ডেস্ক 04:18PM, Sep 27, 2025
ম্যাডক ফিল্মসের হরর কমেডি ইউনিভার্স আরও বিস্তৃত হতে যাচ্ছে। প্রথম অ্যানিমেটেড ফিচার ‘ছোটী স্ত্রী’-এর ঘোষণা দেওয়া হয়েছে সম্প্রতি। ‘থাম্মা’ সিনেমার ট্রেলার লঞ্চের সময় প্রযোজক দিনেশ বিজান এবং অভিনেত্রী শ্রদ্ধা কাপুর জানান, এই নতুন চলচ্চিত্রে শ্রদ্ধার রহস্যময় চরিত্রের পটভূমি উন্মোচিত হবে, যা স্ট্রী ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সংযুক্ত।
‘ছোটী স্ত্রী’ মূলত শিশু ও পরিবারের জন্য উপযোগী একটি ছবি। এটি ‘স্ত্রী ৩’-এর মুক্তির ছয় মাস আগে থিয়েটারে আসবে। সিনেমার শেষ অংশে একটি লাইভ-অ্যাকশন সিকোয়েন্স থাকবে, যা সরাসরি ‘স্ত্রী ৩’-র সঙ্গে সংযোগ স্থাপন করবে এবং দুই ছবির মধ্যে থাকা গল্পের ফাঁক পূরণ করবে।
ঘোষণার সময় শ্রদ্ধা কাপুর বলেন, “ছোটী স্ত্রী আমার প্রিয় অংশ। এটি শিশু এবং পরিবারের জন্য তৈরি এবং দর্শকদের জন্য এটি একটি উত্তেজনাপূর্ণ সময়।” প্রযোজক দিনেশ বিজান যোগ করেন, “এই ছবিতে অবশেষে শ্রদ্ধার চরিত্রের মূল ইতিহাস সম্পর্কে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে।”
এদিকে, ‘থাম্মা’ এই দীপাবলিতে ২১ অক্টোবর মুক্তি পাচ্ছে। পাশাপাশি ম্যাডক হরর কমেডি ইউনিভার্সে আরও কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে, যেমন ‘মহামুঞ্জা’, ‘শক্তি শালিনী’, ‘চামুন্ডা’, ‘প্রথম মহাযুদ্ধ’ এবং ‘দ্বিতীয় মহাযুদ্ধ’। এই সিরিজের মাধ্যমে ম্যাডক ফিল্মস তার হরর কমেডি জগৎকে সম্প্রসারিত করছে নতুন দিগন্তে।