সম্প্রতি এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের সঙ্গে খুব সহজ ম্যাচ হেরে গিয়েছে বাংলাদেশ। ১১ রানে ম্যাচ জিতে শেষ হাসি হেসেছে পাকিস্তান। তবে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে পাকিস্তানকে মাত্র ১৩৫ রানে আটকে দেয় বাংলাদেশ। এই ম্যাচে জেতা খুব একটা কঠিন ছিল না বাংলাদেশের জন্য।
তার পরেও হেরে যায় টাইগাররা।
এই ম্যাচের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার আয়োজন করা হয়েছিল। সেখানেই হাজির হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক শোয়েব। পাকিস্তানকে এক মাত্র ১৩৫ রানে আটকে দেওয়ার পর শোয়েব সবাইকে রঙ নিয়ে টিএসসিতে ডেকেছিলেন।
তিনি নিজের একটি ছবি পোস্ট করে লেখেন, সবাই রঙ নিয়ে চলে আসেন ঢাকা ইউনিভার্সিটিতে বাংলাদেশ ফাইনাল খেলবে ১৩৫ পাকিস্তান।
আরেক পোস্টে শোয়েব লেখেন, কেউ যদি পারেন আমার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে পাউডার রং নিয়ে আসবেন।
তবে শোয়েবের ছবি সম্বলিত পোস্ট ভাইরাল হয়ে যায়। ওই পোস্টে অনেকেই মন্তব্য করেন।
যারা শোয়েবকে সমালোচনা করেন। এখানেই অভিনেতা ও কন্টেন্ট ক্রিয়েটর শামীম লেখেন, ‘ভাই তুমি আমার চেয়েও বড় কুফা।’
চটা কার্যতই ছিল সেমিফাইনাল। ভারত পৌঁছে গিয়েছে ফাইনালে। অন্যদিকে শ্রীলঙ্কা বিদায় নিয়েই ফেলেছে।
ফলে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে যে জিতবে সেই দলই যে ফাইনালে যাবে, তা প্রথম থেকেই পরিষ্কার ছিল। ফলে কম স্কোর করেও পাকিস্তান যে বিনা যুদ্ধে ‘সূচ্যগ্র মেদিনী’ দেবে না সেটা বোঝাই গিয়েছিল। শেষপর্যন্ত পাকিস্তানের অল্প স্কোর টপকাতে না পেরে বিদায় নেয় বাংলাদেশ।
টিকে/