জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, প্রতীক নিয়ে নির্বাচন কমিশন (ইসি) স্বৈরাচারী ও বৈষম্যমূলক আচরণ করছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এনসিপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পাটওয়ারী বলেন, শাপলা প্রতীক না পেলে ভোগান্তি হয় এমন কর্মসূচি দেবো না। আইনের মধ্যেই সংগ্রাম জারি রাখবো।
প্রতীক প্রশ্নে কোনো ছাড় নয় জানিয়ে তিনি বলেন, মানুষ যখন শাপলায় ভোট দিতে উদগ্রীব হয়ে আছে, তখন এটি দেয়া হচ্ছে না। শাপলা পেতে কোনো আইনি বাধা নেই বলেও জানান তিনি। পাটওয়ারী বলেন, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ব্যাপারে যে তথ্য প্রমাণ আছে, জাতিসংঘের যে রিপোর্ট- তাতে সরকার এই দলগুলোকে এখনই নিষিদ্ধ করতে পারে।
বেশ কয়েকজন উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়েছে দাবি করে তিনি বলেন, অনেকের আত্মীয় স্বজনের খবর আমরা পাচ্ছি। উপদেষ্টাদের কে কে দুর্নীতির সাথে যুক্ত হয়েছে, তা জনগণের সামনে প্রকাশ করবে এনসিপি।
ইউটি/টিএ