গাজার উদ্দেশে যাত্রা করা নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে মানবিক অভিযান নয়, বরং একে উসকানিমূলক হিসেবে অভিহিত করেছে ইসরায়েল।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলেও (সাবেক টুইটার) প্রকাশ করা হয় এটি।
এতে বলা হয়, ‘সুমুদ ফ্লোটিলার একমাত্র উদ্দেশ্য হলো উসকানি’। এসময় ফ্লোটিলা নৌবহরের সঙ্গে যোগাযোগ করে তার পথ পরিবর্তন করার নির্দেশনা দেয়া একটি ভিডিও বার্তাও প্রকাশ করা হয়। আরও বলা হয়, এটি মূলত একটি সক্রিয় যুদ্ধক্ষেত্র সৃষ্টির কারণ।
সবশেষ তথ্য অনুযায়ী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজকে ঘিরে ফেলেছে ইসরায়েলি নৌবাহিনী। বহরে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। ‘আলমা’ নামের জাহাজে ইতোমধ্যেই হামলা করা হয়েছে। সেখানে প্রবেশ করেছে সামরিক সদস্যরা। এ তথ্য জানিয়েছেন, ফ্লোটিলায় যোগ দেয়া বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম।
এমআর/টিকে