চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে দুর্দান্ত এক লড়াইয়ে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনাকে। বুধবার রাতে মন্টজুইক অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ফেরান তরেসের গোলে এগিয়ে গিয়েছিল কাতালানরা। তবে ম্যাচের বাকি সময়ে মাঠ দখল করে নেন ফরাসি জায়ান্টরা। পিএসজির হয়ে সমতা ফেরান ১৯ বছর বয়সী সেনি মায়ুলু।
শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় গঞ্জালো রামোস করেন জয়সূচক গোল। এতে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে অতিথিরা। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক স্বীকার করেন, প্রতিপক্ষ ছিল অনেক ভালো। তিনি বলেন, ‘আজ আমরা পিএসজির লেভেলে ছিলাম না। আমি আমার দলকে বিশ্বাস করি, কিন্তু আমরা আমাদের সেরা খেলাটা দেখাতে পারিনি। পিএসজি জয়ের যোগ্য।’ ফ্লিক জানান, দ্বিতীয়ার্ধে ক্লান্তির কারণে খেলোয়াড়রা তাল মেলাতে পারেনি। রক্ষণভাগের দুর্বলতা ও সংগঠনের ঘাটতি থেকে শেষ মুহূর্তে হারের শিকার হতে হয়েছে।
তিনি আরো বলেন, ‘১-১ অবস্থায় ম্যাচ শেষ করার জন্য আরো বুদ্ধিমত্তার প্রয়োজন ছিল। আমরা সেটা করতে পারিনি। আমাদের আরো সংগঠিত হতে হবে এবং ভুল থেকে শিক্ষা নিতে হবে।’ তবে এরিক গার্সিয়ার পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন বার্সা কোচ। ‘এরিক দারুণ খেলেছে। এই ধরনের পারফরম্যান্স আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।’
আগামী ম্যাচে বার্সেলোনা ঘরের মাঠে মুখোমুখি হবে গ্রিসের অলিম্পিয়াকোসের। অন্যদিকে পিএসজি যাবে জার্মানিতে, যেখানে প্রতিপক্ষ শক্তিশালী বায়ার লেভারকুসেন।