বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নোয়াখালী বিভিন্ন এলাকায় গতকাল বুধবার থেকে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যহত রয়েছে। সে সঙ্গে বজ্রপাত ও ঝড়ো বাতাস রয়েছে।
এ দিকে ৩নং সতর্কতা সংকেত থাকায় হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ-যান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে হাতিয়ার নলচিরা ঘাটসহ উপকূলের বিভিন্ন এলাকায় নৌ-যান চলাচল বন্ধ রাখতে ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মানুষকে সাবধানে থাকতে সতর্ক করতে দেখা যায় নৌ-বাহিনীকে।
এদিকে নলচিরা চেয়ারম্যানঘাট রুটসহ বিভিন্ন রুটে নৌযান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে পারপারে অপেক্ষায় থাকা যাত্রীরা। অপরদিকে বৃষ্টির কারণে জেলার নিন্মাঞ্চলের মানুষ সাময়িকভাবে পানিবন্দি হয়ে পড়েছে।
কেএন/টিএ