প্রায় ৫শ’ বছরের ইতিহাসে প্রথমবারের মতো চার্চের শীর্ষ নেতৃত্বের জন্য একজন নারীকে মনোনীত করা হয়েছে।ডেম সারা মুলালি নতুন ক্যান্টারবেরি আর্চবিশপ হিসেবে মনোনীত হয়েছেন—এ পদে নির্বাচিত হওয়া প্রথম নারী তিনি।
৬৩ বছর বয়সী সারা মুলালি ছিলেন একজন নার্স। ২০০৬ সালে, পুরোহিত হিসেবে স্বীকৃতি পান এবং ২০১৮ সালে লন্ডনের প্রথম নারী বিশপ হিসেবে নিয়োগ পান—যা চার্চ অব ইংল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ পদ।
চার্চটি প্রায় এক বছর ধরে শীর্ষ পদে কোন কর্মকর্তা ছাড়া ছিল। মূলত, জাস্টিন ওয়েলবি সুরক্ষা সম্পর্কিত কেলেঙ্কারির কারণে পদত্যাগ করেন। এরপরই ডেম সারা মুলালি আর্চবিশপ হিসেবে দায়িত্ব নেন।
ঐতিহ্য অনুসারে, নতুন আর্চবিশপ নির্বাচনের প্রক্রিয়ায় প্রার্থী নাম প্রথমে প্রধানমন্ত্রী সার কিয়ার স্টারমারকে দেয়া হয় এবং এরপর তা ব্রিটিশ রাজাকে পাঠানো হয়। এরপরই দুই প্রধানের সম্মতিতে ডেম সারা মুলালি নতুন ক্যান্টারবেরি আর্চবিশপ হিসেবে মনোনীত হয়েছেন।
সূত্র: বিবিসি নিউজ
ইএ/টিকে