পাহাড়ে রোববার থেকে শুরু হচ্ছে প্রবারণা উৎসব

রোববার (৪ অক্টোবর) পাহাড়ে শুরু হতে যাচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব প্রবারণা পূর্ণিমা।

উৎসবকে ঘিরে পাহাড়ি পল্লীগুলোতে চলছে নানা আয়োজন। ফানুস উড়ানো, পিঠা তৈরি, রথ টানাসহ নানা আয়োজনে পার্বত্য জেলা বান্দরবানে ৩ দিন ব্যাপী পালিত হবে এ উৎসব। তাই উৎসবকে কেন্দ্র করে পাহাড়ে বিরাজ করছে সাজ সাজ রব।

মূলত, আর্শিণী পূর্ণিমা থেকে আষাঢ়ী পূর্ণিমা পর্যন্ত তিনমাস বর্ষাবাস পালনের পর পালন করা হয় বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা বা ওয়াগ্যোয় পোয়ে। বৌদ্ধ ধর্মালম্বীদের মতে, প্রবারণা পূর্ণিমার দিনই রাজকুমার সিদ্বার্থের মাতৃগর্ভে প্রতিসন্দি গ্রহণ, গৃহত্যাগ ও ধর্মচক্র প্রবর্তন সংঘটিত হয়েছিল তাই প্রতিটি বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে দিনটি আজো বিশেষভাবে স্মরণীয়। তাই নানা আয়োজনে উৎসবটি পালন করে থাকে বৌদ্ধ ধর্মালম্বীরা। পাড়ায় পাড়ায় পিঠা তৈরি ফানুস উড়ানো সাংস্কৃতিক অনুষ্ঠান রথ টানা হাজার প্রদীপ প্রজ্জলনসহ নানা আয়োজনে ৩ দিনব্যাপী পালিত হবে প্রবারণা উৎসব।

বৌদ্ধ ধর্মে বিশ্বাসী মারমা বয়-বৃদ্ধ, তরুণ-তরুণী ও শিশু-কিশোররা এইদিন সকালে বিহারে বিহারে গিয়ে ধর্মীয় গুরুদের চোয়াইং দান (ভান্তেদের ভাল খাবার পরিবেশন) করেন এবং সকালেই সমবেত প্রার্থনা ও সন্ধ্যায় মঙ্গলপ্রদীপ প্রজ্জলনে অংশ নেবেন। এদিকে উৎসবকে ঘিরে পাড়ায় পাড়ায় চলছে রথ তৈরি ও ফানুস বানানোর কাজ। মারমা যুবক যুবতীরা দল বেঁধে তৈরি করছে রঙ বেরঙের ফানুস। শুধু তাই নয়, প্রতিটি বিহারে চলছে পরিস্কার পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ। শেষ মুহুর্তে নতুন পোশাক কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে তরুণ তরুণীরা।

মারমা তরুণ-তরুণীরা বলেন, ‘এই দিনের জন্য আমরা একটি বছর অপেক্ষা করে থাকি। এ বছর আমরা অনেক আনন্দ করবো। আমাদের কেনাকাটা শেষ, এখন ক্যাং পরিষ্কার করতেছি, রাতে দল বেঁধে ফানুস তৈরী করবো।
তারা আরও বলেন, প্রবারণা পূর্ণিমার মূল আকর্ষণ হচ্ছে রঙবেরঙের ফানুস বাতি উড়ানো। এছাড়াও রয়েছে রথ টানা। সব মিলিয়ে এবারের প্রবারণা পূর্ণিমায় বন্ধু-বান্ধব মিলে অনেক আনন্দ করবো, মজা করবো।
এদিকে প্রবারণা উৎসব পালনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান উৎসব উদযাপন কমিটির সভাপতি চনুমং মারমা।

তিনি বলেন, ‘ইতোমধ্যে রথ বানানো হয়ে গেছে। শুধু রঙ দেয়া বাকি, এছাড়াও ফানুসও তৈরি করা হয়েছে। সব মিলিয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যেহেতু বান্দরবানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সেহেতু এ জাঁকজমকভাবে পালন করা হবে প্রবারণা পূর্ণিমা।’

অন্যদিকে প্রবারণা উৎসব শান্তিপূর্ণভাবে পালনে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান বান্দরবানের পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার। তিনি বলেন, ‘এটি বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব। তাই এ উৎসবটি যেন উৎসব মুখর পরিবেশে পালন করতে পারে সেজন্য কয়েক স্তরে নিরাপত্তা জোরদার করা হবে। পোশাকে এবং সাদা পোশাকে পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ডিউটি করবে। আশা করি এ ধর্মীয় উৎসবটি আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারবে।’

উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বান্দরবানে পালিত হবে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারনা উৎসব।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img

জকসু নির্বাচন

ভিপি পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতা Jan 07, 2026
img
২০০ কোটি ডলার মূল্যের তেল যুক্তরাষ্ট্রকে দেবে ভেনেজুয়েলা Jan 07, 2026
img
হাদি হত্যা : আসামি ফয়সালের সাড়ে ৬৫ লাখ টাকার ফ্রিজ Jan 07, 2026
img
জকসু নির্বাচন : ভিপি পদে চলছে ভোটের হাড্ডা হাড্ডি লড়াই Jan 07, 2026
img
কোনো পরাশক্তিই দেশকে বিরাজনীতিকরণ করতে পারবে না : মঈন খান Jan 07, 2026
img
দীর্ঘ ৭ বছর পর যুক্তরাষ্ট্র থে‌কে এ‌লো ভুট্টার চালান Jan 07, 2026
img
শেরপুরে পাহাড়ে বন্যহাতির আক্রমণে প্রাণহানি ১ জনের Jan 07, 2026
img
নির্বাচন পর্যবেক্ষণে ৮১টি সংস্থা নিবন্ধন পেয়েছে: কমিশনার সানাউল্লাহ Jan 07, 2026
img
গাছ কাটার সর্বোচ্চ শাস্তি লাখ টাকা জরিমানা, অধ্যাদেশ জারি Jan 07, 2026
img
প্রথম রাজনৈতিক পরামর্শক সভা করলো বাংলাদেশ-উরুগুয়ে Jan 07, 2026
img
চেক জালিয়াতি মামলায় ইভ্যালির প্রধান নির্বাহীর কারাদণ্ড, চেয়ারম্যান শামীমা খালাস Jan 07, 2026
img
বেথেলের প্রথম সেঞ্চুরি, জয় দেখছে অস্ট্রেলিয়া Jan 07, 2026
img

জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী

বাংলাদেশের সরকারের সঙ্গে লড়াই করুন, ক্রিকেটারদের সঙ্গে নয় Jan 07, 2026
img
বিসিবিতে যাচ্ছেন না আসিফ নজরুল Jan 07, 2026
img
আগামী অর্থবছরেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে: এনবিআর চেয়ারম্যান Jan 07, 2026
img
স্ত্রীসহ ডেল্টা গ্রুপের চেয়ারম্যান ফারুকের দেশত্যাগে নিষেধাজ্ঞা Jan 07, 2026
img
মার্কিন ধাওয়া খাওয়া সেই তেলের ট্যাংকার রক্ষায় সাবমেরিন পাঠালো রাশিয়া Jan 07, 2026
img
এবারের নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা: ইসি সানাউল্লাহ Jan 07, 2026
img
সৌমিতৃষার কোন বিষয়ে ক্ষুব্ধ পরমা? Jan 07, 2026
img
গ্রিনল্যান্ড দখলের বিষয়ে আলোচনা চলছে: হোয়াইট হাউস Jan 07, 2026