কী হবে জানি না, গাজার দিকে যাচ্ছি: শহিদুল আলম

গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার থেকে আলোকচিত্রী শহিদুল আলম জানান, আমরা এখন গাজা থেকে প্রায় ৩৭০ নটিক্যাল মাইল (৬৮৫ কিলোমিটার) দূরে আছি। স্বাভাবিক গতিতে গেলে এক দিনের মধ্যে পৌঁছানো সম্ভব, কিন্তু আমাদের ছোট সহকারী নৌযানগুলোকে রেখে যেতে চাচ্ছি না; তাই পুরো বহর একসঙ্গে রাখার কারণে যাত্রা ধীর হচ্ছে এবং হয়তো আরও সময় লাগবে। আবহাওয়া সারাক্ষণ বদলে যাচ্ছে — একবার বেশ খারাপ অবস্থার সম্মুখীন হয়েছিলাম, এখন মেঘলা কিন্তু উত্তপ্ত। আমাদের কাছে একটি ড্রোন ওয়াচ আছে, তাতে কিছুটা নজরদারি দেখা যায়, তবে সবকিছু ড্রোনে ধরা পড়ে না; চোখে যা পড়ে তা–ই দেখা যায়।

অক্টোবরের ২ তারিখের দিকে একটি নেভির জাহাজ আমাদের খুব কাছে এসেছিল; পরে খোঁজ করে জানা গেছে সেটা ইসরায়েলি নাও হতে পারে, সম্ভবত তুরস্ক বা অন্য কোনো দেশেরই হওয়ার সম্ভাবনা ছিল।

২০১০ সালের ফ্লোটিলা হামলার স্মৃতি আমাদের সঙ্গে আছে—তখন ইসরায়েলি বাহিনীর অভিযানে ১০ জন নিহত হয়েছিল, অনেককেই গ্রেফতার ও নির্যাতিত করা হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার বৃহৎ সংখ্যক নৌযান একসঙ্গে যাওয়ায় চাপ বেশি এবং অনিশ্চয়তা বেড়েছে; আমাদেরও কী হবে সেটা স্পষ্ট নেই। আমাদের জাহাজে ৯৬ জন আছি, আর পুরো বহরে মোট প্রায় ৫০০ জন ছিল। জাহাজটি উচ্চ হওয়ার কারণে সরাসরি আরোহণ ইসরায়েলি বাহিনীর পক্ষে কঠিন হতে পারে, যার ফলে তারা হেলিকপ্টার থেকে নেমে আক্রমণ করার পথ বেছে নিতে পারে—এটি আমাদের জন্য আলাদা ধরনের ঝুঁকি তৈরি করে। আগের আক্রমণের লক্ষ্যরা যারা ছিলেন—বিশেষ করে স্বাস্থ্যকর্মী ও গণমাধ্যমকর্মীরা—তাদের ওপর আক্রোশ বেশি ছিল, আর আমাদের জাহাজেও এই দুই শ্রেণির পেশাজীবী বেশিরভাগ থাকায় আক্রমণের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি বলে মনে করা হচ্ছে।

আমাদের মূল দাবি হলো ইসরায়েলের আরোপিত অবরোধটি আইনগতভাবে অবৈধ এবং আমরা যে আন্তর্জাতিক সাগরপথ দিয়ে যাচ্ছি সেখানে তাদের বাধা দেওয়ার কোনো বৈধতা নেই; এই প্রচেষ্টা যেন সেই অবৈধতা ও মানবিক সংকটকে সামনে নিয়ে আসে, সেটাই আমাদের উদ্দেশ্য। জাহাজে থাকা চিকিৎসা কর্মীরা গাজার মানুষদের চিকিৎসা সহায়তা দেবেন এবং পেশাগত সীমানার মধ্যে থেকে করণীয় সবকিছু আমরা করব। আগেই রওনা দেয়া আটটি জাহাজ আমাদের থেকে গতকাল অতিক্রম করে গেছে; ফ্রিডম কোয়ালিশনের দুটি জাহাজ যান্ত্রিক সমস্যার কারণে এখনও আসতে পারেনি—তাই পুরো বহরের অবস্থান নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে, আমরা তাদের থেকে প্রায় ২০ মাইল দূরত্বে থাকতে পারি। আমাদের জাহাজটি ধীরে চলার জন্য তৈরি নয়; ধীর গতিতে গেলে ইঞ্জিন বা নৌচালনার সমস্যা দেখা দেয়, তাই সামগ্রিক সমন্বয়ে ধীরে চলতে হচ্ছে, যেটা আমাদের জন্য কষ্টসাধ্য।

যদি আটক করা হয়, তখন কী করা হবে তা প্রত্যেকে নিজস্ব সিদ্ধান্ত নেবে; আমরা কোনো একক ব্যক্তির ওপর সিদ্ধান্ত চাপিয়ে দিইনি—সকলকে বিকল্প ও পরিণতি নিয়ে আলোচনা করা হয়েছে। ব্যক্তিগতভাবে আমি ডিপোর্টেশন বা ফিরে পাঠিয়ে দেওয়া বিকল্প মেনে নিতে রাজি নই এবং নিজেকে “অবৈধভাবে ঢুকেছি” হিসেবে স্বীকার করব না; সেই মনোভাবেই আমি এগোচ্ছি। শেষ পর্যন্ত, বাংলাদেশের সব ভাই-বোনদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই—তারা অসাধারণভাবে সমর্থন দিয়েছেন এবং তাদের এই সমর্থন জাহাজে থাকা সবার জন্য বড় এক প্রেরণা।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আসেন ওস্তাদ, আসেন: ছেলেকে উদ্দেশ্য করে মোহাম্মাদ নবি Jan 12, 2026
img

স্প্যানিশ সুপার কাপ

রোমাঞ্চকর এল ক্লাসিকোতে রিয়ালকে ৩-২ গোলে হারিয়ে ফের চ্যাম্পিয়ন বার্সেলোনা Jan 12, 2026
img

এফএ কাপ

ব্রাইটনের কাছে ২-১ গোলে হেরে বিদায় ম্যানইউর Jan 12, 2026
img
শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে ১৩ বছরের অপেক্ষার অবসান শ্রীলঙ্কার Jan 12, 2026
img
নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে কুমিল্লা-৫ আসনে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ Jan 12, 2026
img
ফের মাগুরা উপনির্বাচনের ভুল কেউ করবে বলে মনে হয় না : রুমিন ফারহানা Jan 12, 2026
img
ইরানে চলমান বিক্ষোভে প্রাণহানি পাঁচ শতাধিক : মানবাধিকার সংস্থা Jan 12, 2026
img
আবারও পেছাল ব্রাকসু নির্বাচন Jan 12, 2026
img
ফাঁস হলো স্যামসাং গ্যালাক্সি S26 আল্ট্রার ডিজাইন: থাকছে বড় পরিবর্তন ও নতুন লুক Jan 12, 2026
img
বিক্ষোভকারীদের অনেকেই বিদেশি এজেন্টদের দ্বারা প্রশিক্ষিত : ইরান Jan 12, 2026
img
প্রশ্ন ফাঁস ও ডিজিটাল জালিয়াতির ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ Jan 12, 2026
img
ছোট ভাই জন রুনির সাফল্যে আবেগাপ্লুত রুনি Jan 12, 2026
img
কৃতীর বোনের জমকালো বিয়ের অনুষ্ঠানের অতিথি কারা? Jan 12, 2026
img
৬ দিন বন্ধ থাকার পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু Jan 12, 2026
img
তারেক রহমানের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতাদের সাক্ষাৎ Jan 12, 2026
img
দেশের ১৩ জেলায় শীত নিয়ে বড় দুঃসংবাদ Jan 12, 2026
img
আমরা শেষ রক্তবিন্দু দিয়েও মাতৃভূমি রক্ষায় প্রস্তুত : কিউবার প্রেসিডেন্ট Jan 12, 2026
img
ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের কথা ভাবছেন ট্রাম্প Jan 12, 2026
img
আমার দলের কেউ দুর্নীতি করলে তাকে জেলে পচতে হবে : শামা ওবায়েদ Jan 12, 2026
img
জনগণের অধিকার রক্ষায় আজীবন লড়াইয়ের অঙ্গীকার ইশরাকের Jan 12, 2026