ছেলেদের এশিয়া কাপের পর এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। যেখানে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করেছে ভারত। এর মধ্য দিয়ে পাকিস্তানের মেয়েরা প্রথমবার ভারতের সবকটি উইকেট নেওয়ার কীর্তি গড়েছে।
এর আগে নারী ওয়ানডেতে পাকিস্তানের কাছে কখনোই ম্যাচ হারেনি ভারত। ১১ ম্যাচের সবকটিতে তারা জিতেছে। দুই দেশের মেয়েরা প্রথমবার ২০০৫ সালে ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল।
সেই ম্যাচে ভারত জিতেছিল ১৯৩ রানে। শেষবার ২০২২ সালে এই ফরম্যাটে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই ম্যাচেও হরমনপ্রিত কৌরের দল ১০৭ রানে জিতে।
ওয়ানডেতে ভারতের বিপক্ষে তো জয়ের রেকর্ড ছিল–ই না, একইসঙ্গে তাদের আজকের আগে কখনো অলআউটও করতে পারেনি পাকিস্তান। ২০০৬ ও ২০১৭ সালে দুই ম্যাচে ভারত ৯টি করে উইকেট হারায়। তবে পাকিস্তান তাদের কাছে কেবল হেরেই ক্ষান্ত থাকেনি, ১১ ম্যাচেই ভারতের জয়ের ব্যবধানটা ছিল বেশ বড়। আজ (রোববার) ১২তম ম্যাচেও ফাতিমা সানার দল পাকিস্তানের অবস্থা সুবিধাজনক নয়।
২৪৭ রান করার পথে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন টপ অর্ডার ব্যাটার হার্লিন দেওল। এ ছাড়া রিচা ঘোষ ঝোড়ো ক্যামিওতে ৩৫, জেমিমাহ রদ্রিগেজ ৩২ এবং প্রতিকা রাওয়াল ৩১ রান করেছেন। বিপরীতে, পাকিস্তানের পক্ষে ৪ উইকেট শিকার করেন দিয়ানা বেগ। সাদিয়া ইকবাল ও ফাতিমা সানা ২টি করে উইকেট নেন।
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় পাকিস্তান ভালো শুরু পায়নি। প্রথম পাওয়ার প্লে’র ১০ ওভারে ২ উইকেট হারিয়েই মাত্র ২৫ রান তোলে ফাতিমার দল। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ ওভার শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৪৮ রান।
এমকে/টিকে