জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, জনগণ জুলাই সনদ নিজেই বাস্তবায়ন করে ফেলছে। জুলাই সনদটা বাস্তবায়নের দায়ভার এখন জনগণের হাতে পড়ছে গণভোটের মধ্য দিয়ে। আমরা আট মাস ধরে আলাপ করে এই গণভোটে একমত হতে পারলাম। ফলে এক দিনেই আবার গণভোটটা কবে হবে এ ব্যাপারে সবাই একমত হয়ে যাবে এটা আশা করা যায় না।
সম্প্রতি এক টেলিভিশনের টক শোতে তিনি এসব কথা বলেন।
সারোয়ার তুষার বলেন, দুটি মতামত এখানে- একটা হলো, ইলেকশনের দিন একই সঙ্গে গণভোট। জনগণ সরকার পরিচালনার জন্য মার্কায় সিল মারবে, যেটা সাধারণত তারা করে থাকে। আরেকটা হচ্ছে, জুলাই সনদকে অনুমোদন করে কি করে না- হ্যাঁ, না ভোট আরেকটা ব্যালটের মধ্যে দেবে।
তুষার বলেন, অন্যরা বলছে এটা আগে হওয়া উচিত নভেম্বর-ডিসেম্বরে। কারণ একই দিনে যদি হয় সাধারণ নির্বাচনের সঙ্গে, তাহলে- প্রথম ব্যালটটা সরকার পরিচালনার জন্য, মানুষ মার্কা দেখে অভ্যস্ত, ওইটাতে যে পরিমাণ ভোট পড়বে, আরেকটা হয়তো সে পরিমাণ গৌণ হয়ে যাবে। কিংবা সাধারণ নির্বাচনের দিন অন্যান্য নানা ধরনের টানাপড়েন বা টেনশনও তৈরি হতে পারে। গণভোট বা জুলাই সনদটাকে তার মধ্যে ফেলা উচিত হবে কি না এ রকম আশঙ্কা অনেকের মধ্যে আছে।
তুষার আরো বলেন, জুলাই সনদের জন্য গণভোট- এটা একটা টেকনিক্যাল বিষয়। দুই দিন আলাদা আলাদা করা কঠিন হবে বলে অনেকে মনে করছে। আমিও বলছি না ইলেকশনের দিন করলে সবচেয়ে ভালো হবে। যদি ইলেকশনের দিনও হয়, তবুও এটা একটা টেকনিক্যাল বিষয়। এটা আগেই হয়েছে ধরে নিতে হবে, এটা সেপারেট।
এটার সঙ্গে সাধারণ নির্বাচনের ফলাফলের কোনো সম্পর্ক নেই।
কেএন/টিকে