ইসলাম অবমাননার অভিযোগে গ্রেফতার বাউল শিল্পী আবুল সরকারকে ঘিরে মানিকগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি ও সংঘর্ষ হয়েছে। আহত হয়েছে দুই পক্ষের অন্তত ৫ জন।
পুলিশ জানায়, রোববার (২৩ নভেম্বর) সকাল ৯টার দিকে তৌহিদি জনতার ব্যানারে আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। অন্যদিকে তার মুক্তির দাবিতে বেলা ১১টার দিকে প্রেসক্লাব চত্বরে পাল্টা মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন আবুল ভক্তরা। এসময় আবুল সরকারের অনুসারিদের দেখে ধাওয়া করে তৌহিদী জনতার ব্যানারে থাকা আন্দোলনকারীরা।
তাদের মারধরে আবুল সরকারের তিন অনুসারি গুরুতর আহত হন। পাল্টা ইটপাটকেলে আহত হন শাস্তির দাবিতে আসা দুই মুসুল্লি। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। হামলা-পাল্টা হামলার ঘটনার পরে আবুল সরকারের শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় তৌহিদী জনতা। মানিকগঞ্জে একটি পালা গানের আসরে আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে গত বৃহস্পতিবার আবুল সরকারকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে।
কেএন/টিকে