আচরণবিধি ভাঙার অভিযোগে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি বিবৃতি

দুর্গাপূজার ছুটি শেষে শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে ঘিরে প্রার্থীরা নতুন উদ্যমে প্রচারে মাঠে নেমেছেন, জমে উঠেছে নির্বাচনী পরিবেশ। তবে এরই মধ্যে প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে ছাত্রদল ও ছাত্রশিবির।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ১টার দিকে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ এবং বিকেল সাড়ে ৪টার দিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল নির্বাচন কমিশনের কাছে পৃথকভাবে লিখিত অভিযোগ জমা দেয়।

ছাত্রশিবিরের অভিযোগ, ছাত্রদল প্যানেলের প্রার্থীরা ক্লাসরুমে প্রবেশ করে প্রচারণা চালাচ্ছেন, আরবি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার টাকা বিতরণ করছেন, নির্ধারিত সময়সীমার বাইরে প্রচার করছেন এবং এমন ব্যক্তিরাও প্রচারে অংশ নিচ্ছেন, যারা রাকসুর ভোটার নন।

অন্যদিকে ছাত্রদল অভিযোগ করেছে, ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা ও তাদের সমর্থকরা বিভিন্ন হল ও বিভাগে ভোটারদের খাবার ও বিশেষ উপহার দিচ্ছেন, যা নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডকে ব্যাহত করছে।

‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ফাহিম রেজা বলেন, এর আগেও ছাত্রদল নানা উপায়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে, কিন্তু আমরা তখন কোনো লিখিত অভিযোগ দিইনি। আমরা চাই, রাকসু নির্বাচন অংশগ্রহণমূলক হোক এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হোক এই লক্ষ্যে আজ নির্বাচন কমিশনকে বিষয়গুলো জানানো হয়েছে।

অন্যদিকে, ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর বলেন, আমরা বারবার মৌখিকভাবে অভিযোগ জানিয়েছি যে, বিভিন্ন প্যানেল আচরণবিধি লঙ্ঘন করছে। বিভিন্ন হলে শিক্ষার্থীদের প্রলুব্ধ করতে উপহার, খাবার ইত্যাদি দেওয়া হচ্ছে। আমরা এর প্রমাণ হাতে পেয়েছি এবং সেই অনুযায়ী আজ লিখিত অভিযোগ দিয়েছি।

তিনি আরও বলেন, ছাত্রশিবিরের অভিযোগ হাস্যকর ও ভিত্তিহীন। আমরা আমাদের অভিযোগের সঙ্গে প্রমাণ সংযুক্ত করেছি। যারা আচরণবিধি ভেঙে নির্বাচনে অর্থ বা উপঢৌকনের মাধ্যমে প্রভাব বিস্তার করতে চান, তাদের জানাতে চাই- রাবির শিক্ষার্থীরা মেধাবী ও বিবেকবান। এক প্যাকেট খাবার বা উপহারের বিনিময়ে তারা তাদের ভোট বা বিবেক বিক্রি করবে না। তাই এসব অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করুন, আসুন সবাই মিলে একটি সৌহার্দ্যপূর্ণ ও গ্রহণযোগ্য পরিবেশে রাকসু নির্বাচন নিশ্চিত করি।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, আজ ছাত্রশিবির ও ছাত্রদল-সমর্থিত প্যানেল আমাদের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে। তারা বিভিন্ন বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে, সেগুলো আমরা গুরুত্ব দিয়ে দেখব।

টিজে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দিবে, সেই সিদ্ধান্ত তাদেরই: হারুন Jan 07, 2026
img
মানিকগঞ্জে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী Jan 07, 2026
img
শীতের তীব্রতা কবে কমবে, জানাল আবহাওয়া অফিস Jan 07, 2026
img
ট্রাম্পকে অভিনব এক প্রস্তাব কলম্বিয়ার প্রেসিডেন্টের Jan 07, 2026
img
প্রশ্ন ফাঁসের গুজবে কান না দেওয়ার আহ্বান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের Jan 07, 2026
img
সরকার জনগণকে বোকা ভেবেছে, এই চার্জশিট গ্রহণযোগ্য নয়: জাবের Jan 07, 2026
img
সুপ্রিম কোর্ট বার সভাপতির সঙ্গে ইইউ মিশনের মতবিনিময় Jan 07, 2026
img
নির্বাচনের জন্য সরকার পূর্ণ প্রস্তুত: প্রেস সচিব Jan 07, 2026
img
নতুন বছরে জুটি বাঁধছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা Jan 07, 2026
img
ভারতেই খেলতে হবে বিশ্বকাপ, বাংলাদেশকে জানাল আইসিসি Jan 07, 2026
img
জাবির বহিষ্কৃত ছাত্রলীগ নেতা দীপু গ্রেপ্তার Jan 07, 2026
img
'প্রলয়'-এ আলিয়া নয় রণবীরের বিপরীতে কল্যাণী Jan 07, 2026
img
বাড়ি কিনতে গ্রাহক নিতে পারবেন সর্বোচ্চ ৪ কোটি পর্যন্ত ঋণ Jan 07, 2026
img
চট্টগ্রামে কৃষক লীগ নেতা গ্রেপ্তার Jan 07, 2026
img
সাড়ে ৩ ঘণ্টা পর জকসুর ভোট গণনা শুরু Jan 07, 2026
img
নতুন ছবির শুটিং শুরু করলেন কঙ্গনা Jan 07, 2026
img
কুমিল্লায় গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় ৫ ব্যবসায়ীকে জরিমানা Jan 07, 2026
img
সামাজিক যোগাযোগ মাধ্যমে সহিংসতা বন্ধে এই সরকার কিছুই করতে পারছে না : দেবপ্রিয় ভট্টাচার্য Jan 07, 2026
img
স্থগিত রাখার পর আবার শুরু হতে যাচ্ছে জকসু ভোট গণনা Jan 07, 2026
img
নাবালিকার সঙ্গে প্রেম! সমালোচনায় কার্তিক আরিয়ান, মুখ খুললেন তরুণী Jan 07, 2026