জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেস্কো) ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি ফেসবুক স্ট্যাটাসে লেখেন-ব্রেকিং নিউজ! ইউনেসকোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
জাপানকে ৩০-২৭ ভোটে হারিয়ে এ পদে জয় পেয়েছে বাংলাদেশ।
উপদেষ্টা আরও লেখেন, কোরিয়া ও ভারতও সভাপতি হওয়ার লড়াইয়ে প্রার্থী ছিল। তবে পরবর্তী পর্যায়ে প্রার্থিতা প্রত্যাহার করে নেয় দুই দেশ।
এর আগে, ২০১৭ সালে প্রথমবারের মতো ইউনেসকোর কোনো সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিল বাংলাদেশ।
টিজে/টিকে