স্পেনের রাজধানী মাদ্রিদের কেন্দ্রস্থলে নির্মাণাধীন একটি ভবন ধসে বুধবার মৃতের সংখ্যা বেড়ে চারজন হয়েছে। উদ্ধারকর্মীরা মঙ্গলবার রাতে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করে বলে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো জানিয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে জনপ্রিয় পর্যটন এলাকা প্লাজা মেয়রের কাছে ভবনটির আংশিক ধসের কয়েক ঘণ্টা পর দুটি মরদেহ উদ্ধার করা হয়। দমকলকর্মীরা বুধবার ভোররাতে আরো দুটি মরদেহ উদ্ধার করেন বলে জানিয়েছেন মেয়র হোসে লুইস মার্তিনেস-আলমেইদা।
তিনি এক্সে লিখেছেন, ‘এ কঠিন সময়ে নিহতদের পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীদের প্রতি আমাদের ভালোবাসা ও সহমর্মিতা রইল।’
জরুরি সেবা সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন ছিলেন নির্মাণকর্মী এবং একজন ছিলেন প্রকল্প তদারকির দায়িত্বে থাকা নারী প্রকৌশলী। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, নিহত শ্রমিকরা মালি, গিনি ও ইকুয়েডর থেকে এসেছিলেন।
এ ঘটনায় আরো তিনজন সামান্য আহত হয়েছেন। ভবনধসের কারণ এখনো তদন্তাধীন। সিটি করপোরেশনের রেকর্ড অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে পুরনো অফিস ভবনটি হোটেলে রূপান্তর করার অনুমতি দেওয়া হয়েছিল।
টিজে/টিকে