পাইপ লাইনের মাধ্যমে আবাসিক বাসাবাড়িতে আর কখনও গ্যাস সংযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-বিশ্বরোড মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অংশ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
জ্বালানি উপদেষ্টা বলেন, ‘বাসাবাড়িতে লাইনের গ্যাস সংযোগ আর কোনদিন দেয়া হবে না। গ্যাসের কথা ভুলে যান। আমাদের নিজস্ব গ্যাস কমে গেছে। এখন আমরা ৬০-৬৫ টাকা করে গ্যাস আমদানি করি। সুতরাং এই টাকা দিয়ে কোনো অবস্থাতেই গ্যাস দেয়া সম্ভব হবে না।’
উপদেষ্টা এসময় আবাসিক বাসা-বাড়িতে সিলিন্ডার গ্যাসে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান। বলেন, পাইপ লাইনের গ্যাস শুধুমাত্র শিল্পকারখানায় দেয়া হবে।
ইএ/টিকে