বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রসঙ্গে জানতে চেয়েছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেজান্ডার স্টুব। ফিনল্যান্ডে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ পরিচয়পত্র পেশকালে নির্বাচন প্রসঙ্গে আলাপ হয় তাদের। এসময় বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেয়ার আহবান জানান রাষ্ট্রদূত।
ফিনল্যান্ডের প্রেসিডেন্সিয়াল প্যালেসে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করতে বুধবার (১০ অক্টোবর) হেলসিঙ্কি যান বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ। ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রাষ্ট্রদূতকে স্বাগত জানান। গার্ড অব অনার প্রদান করেন সামরিক বাহিনীর সদস্যরা।
পরে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নেন রাষ্ট্রদূত। এসময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন কাউন্সেলর আমরিন জাহান। তিনি জানান, প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টুব বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন।
আমরিন জাহান বলেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আমাদের নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। আমাদের রাষ্ট্রদূত সে বিষয়ে তাকে অবগত করেছেন।
তিনি জানান, ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কয়েকটি বৈঠক হয়েছে।
সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য-বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, জলবায়ু পরিবর্তন এবং সবুজ জ্বালানি রূপান্তরের বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতা নিরসনের বিষয়েও আলাপ হয়।
সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট।
এমকে/এসএন