গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ঢাকায় নেতাদের ডেকেছে জাতীয় পার্টি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া, দলীয় প্রতীক নিয়ে ষড়যন্ত্রসহ দেশের সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নিতে সারা দেশের নেতাদের সঙ্গে ঢাকায় জরুরি মিটিং চলছে জাতীয় পার্টির। জরুরি এই মিটিং থেকে আসতে পারে গুরুত্বপূর্ণ নানা সিদ্ধান্ত।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জরুরি সভা আহ্বান করেছেন। সভায় সারা দেশের জেলা ও মহানগর জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের সভাপতি সম্পাদককে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

সভা শেষে বড় ধরনের শোডাউন করবে জাতীয় পার্টি। মিছিলে জি এম কাদের নিজেই নেতৃত্ব দেবেন বলেও জানা গেছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন জাপার কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর জাপার সভাপতি ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় পার্টি আগামী সংসদ নির্বাচনে অংশ নিলে ৩০০ আসনেই প্রার্থী দেবে। সে জন্য প্রার্থী বাছাইয়ের প্রাথমিক তালিকাও চূড়ান্ত করেছে।

দলের চেয়ারম্যান জি এম কাদের রংপুর-৩ (সদর), মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন থেকে নির্বাচন করবেন বলে দলীয়ভাবে স্থানীয় নেতাকর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ কয়েকটি দল জাতীয় পার্টির নিষেধাজ্ঞার দাবি জানাচ্ছে। আওয়ামী লীগের সঙ্গে জোট করা ও সংসদে প্রধান বিরোধী হওয়া দলটিও প্রাথমিকভাবে নির্বাচনে অংশ নেওয়া সিদ্ধান্ত নিলেও লেভেল প্লেয়িং ফিল্ড ও নির্বাচনি পরিবেশের বিষয়টি বিবেচনায় রেখেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জাপার এক শীর্ষ নেতা জানিয়েছেন, ব্যারিস্টার আনিসুল হক আর রুহুল আমিন হাওলাদাররা যে আলাদা জাতীয় পার্টি করেছে, তারা এনসিপির সঙ্গে জোট করার চেষ্টা করছে। এ জন্যই দলের প্রতীক লাঙ্গল দাবি করছে। তবে আইনিভাবে লাঙ্গল প্রতীক জি এম কাদেরের থাকবে এটাও এক ধরনের চাপে রাখার কৌশল নিয়েছে অন্তর্বর্তী সরকারসহ কয়েকটি দল।

সার্বিক বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, শনিবার ঢাকায় দলের চেয়ারম্যান জি এম কাদের জরুরি সভা আহ্বান করেছেন। সেখানে আগামী নির্বাচনে অংশ নেওয়া সহ বিভিন্ন বিষয় আলোচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

তিনি বলেন, জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখতে নানান চক্রান্ত চলছে। আমরা ১৯৯৬ সালে বিএনপির এক তরফা নির্বাচন ছাড়া সব নির্বাচনেই অংশ নিয়েছি।

জাতীয় পার্টি নির্বাচনমুখি দল, আমরা সব সময় নির্বাচন করার জন্য প্রস্তুত আছি। জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দেবে। ইতিমধ্যে রংপুর বিভাগের ৩৩টি আসনেই দলের প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করে দলের চেয়ারম্যানকে জানানো হয়েছে।

তবে কোনও দলের নাম উল্লেখ না করে বলেন, জাতীয় পার্টি নির্বাচন করলে অভাবনীয় ফলাফল পাবে এই আশঙ্কায় অনেক চক্রান্ত চলছে। শনিবার ঢাকায় জরুরি ও গুরুত্বপূর্ণ সভা শেষে একটি মিছিল হবে বলেও জানান তিনি।

এদিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা জাপার আহ্বায়ক আজমল হোসেন লেবু জানান, শনিবার ঢাকায় সারা দেশের জেলা, মহানগর সভাপতি, সম্পাদকসহ অঙ্গ সংগঠনের নেতাদের ডাকা হয়েছে। সেখানে নির্বাচনসহ সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির বলেন, জাতীয় পার্টির অবস্থা আগের চেয়ে এখন অনেক ভালো। দল থেকে ব্যারিস্টার আনিসুল হক, রুহুল আমিন হাওলাদার, মজিবুল হক চুন্নু চলে গেছে- এরাই মূলত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে বাধ্য করেছে। এখন জাতীয় পার্টি পুরোপুরি ক্লিন হয়েছে। এখন বিএনপি আওয়ামী লীগ ঘেঁষা নয়। পুরোপুরি এরশাদের মূল জাতীয় পার্টিতে পরিণত হয়েছে। আগামী নির্বাচন যদি অংশগ্রহণমূলক হয়, সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারে নির্বাচন কমিশন- তাহলে জাতীয় পার্টি অনেক আসনে জয়ী হবে।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি সরকারে এলে জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করবে : শামা ওবায়েদ Oct 11, 2025
img
জুলাই অভ্যুত্থানের পর সাংবাদিকদের অবারিত স্বাধীনতা দেয়া হয়েছে: আজাদ মজুমদার Oct 11, 2025
img

সামান্তা শারমিন

শিক্ষা ব্যবস্থার সমস্যাগুলোকে আইডেন্টিফাই করতে হবে Oct 11, 2025
img
রোববার থেকে দেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু Oct 11, 2025
img
মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ায় তীব্র নিন্দা ইরানের Oct 11, 2025
img
জামায়াত সৎ মানুষদের মনোনয়ন দিয়েছে : এটিএম আজহার Oct 11, 2025
img

জিল্লুর রহমানের বিশ্লেষণ

আবারও ভেল্কিবাজি, রাজনীতিতে কালো ছায়া Oct 11, 2025
img
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিলো চীন Oct 11, 2025
img
গাজায় চালু হচ্ছে ব্যাংকিং কার্যক্রম Oct 11, 2025
অনুশীলনের মাঝেই ৬ কোটি টাকার ক্ষতি রোহিতের Oct 11, 2025
ব্যারিস্টার নুসরাতের হাতে আংটি পরালেন ইশরাক Oct 11, 2025
কি কারণে রাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ক্রীড়া সম্পাদক প্রার্থী? Oct 11, 2025
নির্বাচন ও গণভোট একই দিনে হলে ভিন্নমত বিশেষজ্ঞদের! Oct 11, 2025
চাকরি হারিয়ে যা বলছেন ব্যাংক কর্মকর্তারা! Oct 11, 2025
img
এনসিপি দ্বায়িত্বে এলে দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করা হবে: সারজিস Oct 11, 2025
img
৩ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারেও পিছিয়ে বাংলাদেশ Oct 11, 2025
img
আওয়ামী লীগকে দলে ভেড়াতে সব দল উঠেপড়ে লেগেছে : ডিআইজি পলাশ Oct 11, 2025
img
ফুটবল খেলা শেষ হতেই যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪ Oct 11, 2025
img

প্রেস সচিব

প্রতিরক্ষা বাহিনীর আর কোনো সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পরিকল্পনা নেই Oct 11, 2025
img
ভেনেজুয়েলার বিপক্ষে মেসির না খেলার কারণ Oct 11, 2025